মমতার কঠোর সমালোচক বর্ষিয়ান কংগ্রেস নেতা  ওমপ্রকাশ মিশ্র তৃণমূলে। বিগত বেশ কয়েক বছর ধরে বিভিন্ন টিভি চ্যানেলে  কংগ্রেসের মুখপাত্র হিসেবে সারাদিন শাসক দলের নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত কাজের কঠোর সমালোচক বর্ষীয়ান কংগ্রেস নেতা  অধ্যাপক ওম প্রকাশ মিশ্র জাতীয় কংগ্রসের সাথে সম্পর্ক ছি্ন্ন করে বুধবার মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন  । কংগ্রেসের শিক্ষাবিদ নেতা তৃণমূলে যোগদানের পরই তাঁকে দলের পক্ষ থেকে যোগ্য সন্মান জানানো হয়েছে । দলীয় সূত্রে জানাগেছে ওমপ্রকাশ বাবু কে দলের সর্বভারতীয় শিক্ষা সেলের চেয়ারম্যান করা হয়েছে ।
অপর দিকে ওমপ্রকাশ বাবুর তৃণমূল কংগ্রেসে যোগদেওয়ার পরই রাজ্যজুড়ে সমালোচনার ঝড় বইছে । সোমেন মিত্র প্রদেশ কংগ্রেসের সভাপতি হওয়ার পর থেকেই দলের সাথে একটু একটু করে দুরত্ব বাড়ছিল । তৃণমূল সুপ্রিমোর কাছে এই খবর আসতেই তিনি শুভেন্দু অধিকারিকে দায়িত্বদেন । ওমপ্রকাশ বাবুর সাথে যোগাযোগ করার জন্য ।এরপই পর পর বেশ কয়েকটা বৈঠকের পরই ওমপ্রকাশ বাবু রাজি হয়ে হন ।
বুধবার তিনি হাতের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে য়োগদিলেন ঘাসফুল শিবিরে । ওমপ্রকাশ বাবুর মত এক জন রাজনৈতিক ব্যাক্তিত্ব তৃণমূল কংগ্রেসে যোগদান করার ফলে দল আরও সমৃদ্ধ হবে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে । অপর একটি সূত্রের খবর সব কিছু ঠিক ঠাক থাকলে ওমপ্রকাশ বাবুকে রাজ্যসভার সংসদ বা বিধানসভার উপ নির্বাচনে জিতিয়ে এনে মন্ত্রীও করা হতে পারে ।


Find out more: