আজ ৫ই সেপ্টেম্বর বৃহস্পতিবার চালু হচ্ছে Jio Fiber. এই জিও ফাইবারের মাধ্যমে ভারতবাসীর ধরে ঘরে ফাইবার ব্রডব্যান্ড পাঠিয়ে দেওয়ার স্বপ্ন দেখছে মুকেশ আম্বানি। 2018 সালে এই পরিষেবার ঘোষনা করলেও এখনও বাণিজ্যিকভাবে Jio Fiber পরিষেবা শুরু হয়নি।
সম্প্রতি মুকেশ আম্বানি জানিয়েছেন গত 12 মাসে গোটা দেশে 1600 শহর থেকে দেড় কোটি গ্রাহক Jio Fiber কানেকশন নেওয়ার জন্য আবেদন জানিয়েছেন। লঞ্চের পরে গোটা দেশের দুই কোটি বাড়িতে আর দেড় কোটি অফিসে Jio Fiber কানেকশন পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা রেখেছে কোম্পানি। 1Gbps ব্রডব্যান্ড কানেকশনের সাথে Jio Fiber গ্রাহকদের লাইভ টেলিভিশন, গেমিং, মিক্সড রিয়ালিটি আর ল্যান্ড লাইন পরিষেবা দেবে Jio।
চলতি বছরের 12 অগাস্ট কোম্পানির বার্ষিক সাধারণ সভায় রিলায়েন্স গোষ্ঠীর প্রধান মুকেশ আম্বানি জানিয়েছিলেন 5 সেপ্টেম্বর গোটা দেশে Jio Fiber প্ল্যান সম্পর্কে জানানো হবে।
700 টাকা থেকে 10,000 টাকা প্রতি মাসের মধ্যে ফাইবার ব্রডব্যান্ডের বিভিন্ন প্ল্যান ব্যবহার করা যাবে। মুকেশ আম্বানি জানিয়েছিলেন, “সব বাজেটের জন্যই একটি প্ল্যান থাকবে।”তিনি আরও জানিয়েছেন Jio GigaFiber এর সাথে একটি ল্যান্ড ফোন পাবেন গ্রাহক। সেই ফোন থেকে বিনামুল্যে গোটা দেশের যে কোন নেটওয়ার্কে কল করা যাবে।
তিনি আরও জানিয়েছেন এই ফোন থেকে সব থেকে কম খরচে ইন্টারন্যাশানাল কল করা যাবে। আম্বানি জানিয়েছেন Jio Fiber প্ল্যানের সাথেই Netflix ও Hotstar Premium এর মতো পরিষেবা বিনামূল্যে পাওয়া যাবে। বেশি দামের প্ল্যানের সাথে যে দিন কোন সিনেমা মুক্তি পাবে সেই দিনেই ঘরে বসে দেখতে পাবেন গ্রাহকরা। 100 Mbps থেজে 1Gbps স্পিডে ইন্টারনেট ব্যবহার করা যাবে। Jio Fiber কানেকশনের সাথে একটি 4K সেট টপ বক্স পাবেন গ্রাহক। এই সেট টপ বক্স ব্যবহার করে লাইভ টিভি ও অন ডিমান্ড কনটেন্ট দেখা যাবে।
তবে এই জিও ফাইবার পরিষেবা চালু হওয়ায় দেশে ইন্টারনেটের বিপ্লব ঘটবে বলে অনেকেই দাবি করেছেন। তবে এখন দেখার এই পরিষেবা পেতে গেলে কত টাকা ধার্য করে আম্বানির জিও।