নারদ কাণ্ডে গত
মঙ্গলবারই নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার কথা ছিল ইকবাল আহমেদ, মদন মিত্র ও সৌগত রায়ের। মদন মিত্র এবং
সৌগত রায় হাজিরা দিলেও নিজাম প্যালেস যেতে পারেননি ইকবাল আহমেদ। শারীরিক অসুস্থতার
কারণ দেখিয়ে আগেই যেতে পারবেন না বলে জানিয়েছিলেন ইকবাল আহমেদ। এমনটাই জানা গিয়েছে।
তাই বৃহস্পতিবার সিবিআই অফিসার রঞ্জিত কুমার সহ ৬ জন ইকবাল আহমেদের বাড়িতে গিয়েই
তাঁর কন্ঠস্বরের নুমনা সংগ্রহ করেন।
পাশাপাশি ১৯এ রিপন স্ট্রিটের একটি প্রিন্টিং প্রেসেরও ভিডিওগ্রাফি করেন সিবিআই অফিসাররা। সূত্রের খবর, ওই প্রিন্টিং প্রেসেই টাইগার মির্জা ইকবাল আহমেদের সঙ্গে ম্যাথু স্যামুয়েলের পরিচয় করিয়ে দিয়েছিলেন।
নারদ কাণ্ডে গত মঙ্গলবারই নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার কথা ছিল ইকবাল আহমেদ, মদন মিত্র ও সৌগত রায়ের। মদন মিত্র এবং সৌগত রায় হাজিরা দিলেও নিজাম প্যালেস যেতে পারেননি ইকবাল আহমেদ। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আগেই যেতে পারবেন না বলে জানিয়েছিলেন ইকবাল আহমেদ। এমনটাই জানা গিয়েছে। তাই বৃহস্পতিবার সিবিআই অফিসার রঞ্জিত কুমার সহ ৬ জন ইকবাল আহমেদের বাড়িতে গিয়েই তাঁর কন্ঠস্বরের নুমনা সংগ্রহ করেন।
পাশাপাশি ১৯এ রিপন স্ট্রিটের একটি প্রিন্টিং প্রেসেরও ভিডিওগ্রাফি করেন সিবিআই অফিসাররা। সূত্রের খবর, ওই প্রিন্টিং প্রেসেই টাইগার মির্জা ইকবাল আহমেদের সঙ্গে ম্যাথু স্যামুয়েলের পরিচয় করিয়ে দিয়েছিলেন।