মেট্রোর সুড়ঙ্গ নির্মানের ফলে দুর্গা পিতুরি লেনের এলাকা প্রায় ধসের মুখে। ভেঙে পড়ছে একের পর এক বাড়ি। আতঙ্কে বাড়ি ছাড়ছেন একের পর এক বাসিন্দারা। এবার সেই তালিকায় রাজ্যের মন্ত্রী তাপস রায়ও। বৃহস্পতিবার সকালে নোটিশ পেয়েই আতঙ্কে বাড়ি ছাড়ার বন্দোবস্ত করেন। দুপরেই সেই বাড়ি ছেড়ে দেন দীর্ঘদিনের বাসিন্দা মন্ত্রী তাপস রায়ের পরিবার। মন্ত্রী তাপস রায় বলেন, ‘‘বৌবাজারে মেট্রোর কাজের জন্য যে পরিস্থিতি তৈরি হয়েছে, তার জন্যই বাড়ি ছাড়ছি।’’ পার্ক সার্কাসে মন্ত্রীদের জন্য নির্দিষ্ট আবাসনে আপাতত তিনি স্ত্রী, মেয়েকে নিয়ে উঠছেন বলে জানিয়েছেন।

সম্প্রতি গৌর দে লেনের বাসিন্দাদেরও বাড়ি ছাড়ার নোটিশ দেয় মেট্রো কর্তৃপক্ষ। এরপরেই বাঁধে বিপত্তি, চলে বিক্ষোভ রাস্তা অবরোধ। বাসিন্দাদের দাবি রাতের অন্ধকারে বাড়ির ছাড়ার নোটিশ দেওয়া হচ্ছে তাঁদের। লিখিত ভাবে মেট্রো কর্তৃপক্ষকে তাঁদের কবে পুনর্বাসন দেওয়া হবে এবং কবে তাঁদের বাড়ি সারিয়ে দেওয়া হবে তা জানাতে হবে। পুলিশ তাঁদের বোঝানোর চেষ্টা করলেও একই দাবিতে অনড় থাকেন তাঁরা। এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।

 





মেট্রোর সুড়ঙ্গ নির্মানের ফলে দুর্গা পিতুরি লেনের এলাকা প্রায় ধসের মুখে। ভেঙে পড়ছে একের পর এক বাড়ি। আতঙ্কে বাড়ি ছাড়ছেন একের পর এক বাসিন্দারা। এবার সেই তালিকায় রাজ্যের মন্ত্রী তাপস রায়ও। বৃহস্পতিবার সকালে নোটিশ পেয়েই আতঙ্কে বাড়ি ছাড়ার বন্দোবস্ত করেন। দুপরেই সেই বাড়ি ছেড়ে দেন দীর্ঘদিনের বাসিন্দা মন্ত্রী তাপস রায়ের পরিবার। মন্ত্রী তাপস রায় বলেন, ‘‘বৌবাজারে মেট্রোর কাজের জন্য যে পরিস্থিতি তৈরি হয়েছে, তার জন্যই বাড়ি ছাড়ছি।’’ পার্ক সার্কাসে মন্ত্রীদের জন্য নির্দিষ্ট আবাসনে আপাতত তিনি স্ত্রী, মেয়েকে নিয়ে উঠছেন বলে জানিয়েছেন।

সম্প্রতি গৌর দে লেনের বাসিন্দাদেরও বাড়ি ছাড়ার নোটিশ দেয় মেট্রো কর্তৃপক্ষ। এরপরেই বাঁধে বিপত্তি, চলে বিক্ষোভ রাস্তা অবরোধ। বাসিন্দাদের দাবি রাতের অন্ধকারে বাড়ির ছাড়ার নোটিশ দেওয়া হচ্ছে তাঁদের। লিখিত ভাবে মেট্রো কর্তৃপক্ষকে তাঁদের কবে পুনর্বাসন দেওয়া হবে এবং কবে তাঁদের বাড়ি সারিয়ে দেওয়া হবে তা জানাতে হবে। পুলিশ তাঁদের বোঝানোর চেষ্টা করলেও একই দাবিতে অনড় থাকেন তাঁরা। এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।

 





Find out more: