স্বচ্ছ ভারতে গড়ার অঙ্গিকার করেছিলেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । বিজেপি দল দেশকে স্বচ্ছ করার আহ্বান জানিয়েছে । অথচ বিজেপি সরকারের আমলে উত্তরপ্রদেশের জাতপাতের বিভাজন আরও বেশি হয়েছে । হিন্দু-মুসলিম বিভাজন যেমন বেড়েছে একইভাবে বেড়েছে হিন্দু ধর্মের মধ্যে জাতের বিভাজন । উচ্চবর্ণে মানুষদের হাতে প্রতিনিয়ত দলিত ও নিম্নবর্ণের মানুষেরা বঞ্চিত হচ্ছে , শোষিত হচ্ছে । বিশেষ যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি জাতপাতের বিভাজন লক্ষ্য করা যাচ্ছে ।
আর এই জাতপাতের বিভাজনেই বলি হলেন উত্তরপ্রদেশের এক সরকারি আধিকারিক ।ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখিমপুর খেরি জেলায়। বছরখানেক আগে, ওই জেলার কুম্ভী ব্লকে ভিলেজ ডেভেলপমেন্ট অফিসার (ভিডিও) হিসেবে নিযুক্ত হয়েছিলেন ত্রিবেন্দ্রকুমার গৌতম। বৃহস্পতিবার তাঁর দেহ উদ্ধার হয়।

বছরখানেক আগে চাকরি পেয়েছিলেন ত্রিবেন্দ্র। লখিমপুর শহরের শিবসাগর এলাকায় ভাড়া থাকতেন তিনি। বৃহস্পতিবার তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোটও। চিঠিটি তাঁর বাবার উদ্দেশে লিখেছেন ত্রিবেন্দ্র। কৃষকদের একটি প্রকাশ্য সভায় তাঁকে জাতপাত তুলে অপমান করা হয়েছিল বলে অভিযোগ করেছেন ত্রিবেন্দ্র। সুইসাইড নোটে স্থানীয় রসুলপুর গ্রামের প্রধান-সহ কয়েক জনের বিরুদ্ধে আঙুল তুলেছেন তিনি।
সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে সভা চলাকালীন ত্রিবেন্দ্রকে গালিগালাজ করা হচ্ছে। এর পর মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন ত্রিবেন্দ্র। চিঠিতে তিনি সে কথাও লিখেছিলেন।
ওই ঘটনায় ওই কৃষক সংগঠনের তিন জন-সহ মোট পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া-সহ একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে।


Find out more: