জন্মদিন পালনের জন্য পরিবার তৈরি হয়েছিল। কারণ, ৯৬ বছর বয়স হতে আর মাত্র ৬ দিন বাকি ছিল। জন্মদিনের আগেই প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা সুপ্রিম কোর্টের আইনজীবী রাম জেঠমলানী। পরিবার সূত্রে খবর বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি।

১৯২৩ সালের ১৪ সেপ্টেম্বর ততকালীন বম্বে প্রেসিডেন্সির সিন্ধ প্রদেশে জন্ম গ্রহণ করেন রাম জেঠমলানী। মাত্র ১৭ বছর বয়সে প্রথম বিভাগে এলএলবি ডিগ্রি লাভ করেন তিনি। তবে তচাঁর কর্মজীবনে বিতর্ক কম হয়নি। আইনজীবী হিসাবে লড়েছেন একাধিক হাই প্রোফাইল মামলা। যার মধ্যে অন্যতম ১৯৫৯ সালের কেএম নানাবতী ভার্সাস স্টেট অব মহারাষ্ট্র মামলা, ২০১১ সালে হাওয়ালা মামলা যাতে নাম জড়িয়েছিল এলকে আডবাণীর মতো রাজনৈতিক ব্যক্তিত্বের।

সওয়াল জবাবের গণ্ডি ছাড়িয়ে অটল বিহারী বাজপেয়ী সরকারের আমলে তিনি রাজনীতির আঙিনায় প্রবেশ করেন। রাজস্থান থেকে রাজ্যসভার সাংসদ হিসাবে পার্লামেন্টে প্রবেশ করেন। তারপর বাজপেয়ী জমানায় তিনি কেন্দ্রীয় মন্ত্রী হন। এহেন ব্যক্তিত্ব ২০১৭ সালে নিজের কর্মজীবন থেকে অবসর নেন। দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। রবিবার সকালে পৌনে ৮ টা নাগাদ নিজের বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাম জেঠমলানী। রবিবার সন্ধ্যায় লোধি রোডের শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, রাম জেঠমলানীর পুত্র মহেশ জেঠমলানীও দেশের নামজাদা আইনজীবী। ২০১১ সালে রা জেঠমলানীর মেয়ে রানির মৃত্যু হয়। বিশিষ্ট আইনজীবীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

 


Find out more: