“চিলড্রেন ইন্টারন্যাশনাল ও সহায়”-র আর্থিক সহায়তায় দক্ষিণ ২৪ পরগনা জেলার নরেন্দ্রপুর থানার অন্তর্গত বোড়াল গ্ৰামে ইকনমিক রুরাল ডেভেলপমেন্ট সোসাইটির চাইল্ড স্পনসরশিপ কর্মসূচি দীর্ঘদিন ধরে চলছে, “জীবন মুখী শিক্ষা ও সামাজিক দায়বদ্ধতার” কথা মাথায় রেখে সাধারণের মধ্যে প্লাস্টিকের অপব্যবহার এর ওপর গত জুন মাস থেকে ধারাবাহিক ভাবে কাজ করে চলেছে। মূলত একবার ব্যবহার যোগ্য প্লাস্টিকের ব্যবহার কমানো ও বাতিল করাই ছিল কর্মসূচির মূল লক্ষ্য। এছাড়াও প্লাস্টিক দ্রব্যসামগ্রীকে যেখানে সেখানে ফেলে না দিয়ে, তা পুনরায় ব্যবহার উপযোগী করে গড়ে তোলার কাজে মানুষের কাছে সঠিক বার্তা দেওয়া ছিল কর্মসূচির উদ্দেশ্য।
প্রকল্পের প্রশিক্ষণ প্রাপ্ত যুবদের সংগঠিত করে “বদলাও ও কান্ডারী” নামক দুটি দলে ভাগ করে তারা এলাকার বিদ্যালয়,ক্লাব, বাজার, অঞ্চলের মানুষের মধ্যে ধারাবাহিক সচেতনতা শিবিরের ব্যবস্থা করে চলেছে। আর এ কাজে তারা রাজপুর সোনারপুর পৌরসভার ও বনহুগলি (২)নম্বর পঞ্চায়েতের সক্রিয় সহযোগিতা পেয়ে চলেছে।
বনহুগলি ২ নম্বর পঞ্চায়েত অধীনে জয়কৃষ্ণপুর গ্রামের নবীন সংঘ ক্লাবের ব্যবস্থাপনায় একবার ব্যবহার যোগ্য প্লাস্টিক দূষণের বিরুদ্ধে এক অভিনব পথনাটিকার মাধ্যমে সচেতনতা শিবির সংগঠিত হলো।
প্লাস্টিকের বর্জ্য আজ আমাদের পরিবেশকে এক ভয়াবহ জায়গায় এনে দাঁড় করিয়েছে। এর বিরুদ্ধে সকলে জোটবদ্ধ হয়ে সচেতন সমাজ গড়ে তোলাই ছিল আজকের এই শিবিরের প্রধান উদ্দেশ্য। অনুষ্ঠানে সাধারনের উপস্থিতি ও জয়কৃষ্ণপুর নবীন সংঘের সদস্যদের সক্রিয় সহযোগিতা সত্যি প্রশংসনীয়।