কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের পর নতুন করে ভারত-পাকিস্থানের মধ্যে সম্পর্ক খারাপ হয়েছে । বিশ্বজুড়ে দুই দেশই নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে ব্যস্ত । এই প্রেক্ষাপটেই আগামী ২৭ সেপ্টেম্বর রাষ্ট্রসংঘের সাধারণ সভায় বক্তব্য রাখবেন দুই দেশের প্রধানমন্ত্রী । এক মঞ্চে উপস্থিত থেকে একই দিনে সমগ্র বিশ্ববাসীর কাছে দুই যুযুধান দেশের প্রধানমন্ত্রী কী বলেন সেদিকে অধীর আগ্রহে অপেক্ষা করছে বিশ্ববাসী ।
জানা গেছে ,আগামী ২৭ সেপ্টেম্বর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় প্রথমে ভাষণ দেবেন মোদী। দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর বিশ্বনেতাদের সামনে এই প্রথম মোদীর ভাষণ। মোদীর পরেই বক্তব্য রাখবেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। যদিও কোনও কোনও সূত্রের দাবি, নরেন্দ্র মোদী না ইমরান খান— কে আগে ভাষণ দেবেন, তা এখনও স্থির করা হয়নি। তবে গত মাসের গোড়ায় জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা খর্ব করার পর এই প্রথম রাষ্ট্রপুঞ্জের মঞ্চে এই দুই নেতা। স্বাভাবিক ভাবেই এ নিয়ে রাজনৈতিক মহলে তুমুল আগ্রহ তৈরি হয়েছে।
কাশ্মীর ইস্যুতে এক দিকে মোদী যেমন আন্তর্জাতিক মহলের সমর্থন জোগাড়ের চেষ্টা করেছেন। অন্য দিকে, ইমরান খানও এ নিয়ে সরব হয়েছেন। এই ইস্যুতে গত এক মাসে বার বারই আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে চলেছেন তিনি। যদিও এখনও পর্যন্ত এ বিষয়ে বিশেষ সুবিধা করে উঠতে পারেননি। এমনকি, নিজেকে কাশ্মীরিদের ‘প্রতিনিধি’ হিসাবে আখ্যা দিয়ে বিশ্বের দরবারে উপত্যকার মানুষদের কথা তুলে ধরবেন বলেও আগেই মন্তব্য করেছিলেন ইমরান।