গাড়ি বিক্রি হচ্ছে । বিগত ২১ বছরের মধ্যে এই প্রথম গাড়ি শিল্পে মন্দা দশা চলছে । সম্প্রতি সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার এক পরিসংখ্যান প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে, গত ২১ বছরের তুলনায় অগস্টে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে গাড়ি শিল্পে। কারণ সবচেয়ে কম গাড়ি বিক্রি হয়েছে।
সোসাইটি অব ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার-এর দেওয়া তথ্যে দেখা যাচ্ছে , যাত্রিবাহী গাড়ির বিক্রিই সবচেয়ে কম হয়েছে। ২০১৮ সালের অগস্টে যত সংখ্যক যাত্রিবাহী গাড়ি বিক্রি হয়েছিল, তার থেকে ৩১.৫৭ শতাংশ কম বিক্রি হয়েছে ২০১৯ সালের অগস্টে। ২০১৮-র অগস্টে ২ লক্ষ ৮৭ হাজার ১৯৮টি যাত্রিবাহী গাড়ি বিক্রি হয়েছিল। চলতি বছরের অগস্টে ১ লক্ষ ৯৬ হাজার ৫২৪টি বিক্রি হয়েছে। অর্থাৎ গত বছরের তুলনায় প্রায় অর্ধেক হয়ে গিয়েছে বিক্রি।
টাটা মোটরস, হুন্ডাই মোটরস, টয়োটা কির্লোস্কর, হন্ডা কারস এবং মহীন্দ্রার মতো সমস্ত বড় গাড়ি সংস্থার ক্ষেত্রেই একই অবস্থা। যত দিন যাচ্ছে নাভিশ্বাস উঠছে গাড়ি শিল্পের। আর্থিক বৃদ্ধির গতি শ্লথ হয়ে পড়ায় এই সমস্ত গাড়ি নির্মাতা সংস্থাগুলির কপালে দিন দিন ভাঁজ বাড়তে শুরু করেছে।
গাড়ি শিল্পের যা অবস্থা তাতে সব গাড়ি কারখানার মালিক কর্মী ছাঁটাইয়ের পথেই হাঁটবে । শোনা যাচ্ছে আগামী দিনে গাড়ি শিল্প এক প্রকার বন্ধ হয়ে যেতে পারে । আবার অনেকে বিদেশে গিয়ে লগ্নি করছে ।