রাজ্য সরকারি চাকরির প্যানেলে প্রাক্তন পর্ণস্টার তথা অভিনেত্রী সানি লিওনের নাম। ভাবতে অবাক লাগলেও এটাই সত্যি। অভিযোগ, এর থেকে পরিষ্কার রাজ্যে সরকারি চাকরির নিয়োগ তালিকায় বিস্তর গরমিল।এই গরমিলের জেরে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য নিয়োগ বোর্ডের ফেসিলিটি ম্যানেজারের চাকরিতে সম্ভাব্য প্রার্থী বাছাই নিয়ে উঠছে প্রশ্ন। চূড়ান্ত প্যানেলে খালি চোখেই ধরা পড়ছে একাধিক ভুল।
ওই তালিকায় প্রথম স্থান থাকা সম্ভাব্য প্রার্থীর নাম হেলো মারডি। আর বাবার নাম হায়। উচ্চমাধ্যমিকে প্রাপ্ত নম্বর ৯৭.৮০ শতাংশ। স্নাতকস্তরে ৯৬.২২%। স্নাতকস্তরে এমন নম্বর দেখে অনেকেরই চক্ষু চড়কগাছ। দ্বিতীয় স্থানে থাকা সম্ভাব্য প্রার্থীর নাম পায়েল ঘোষ মণ্ডল। বাবার নামও পায়েল ঘোষ। বাবা-মেয়ের একই নাম! প্রাপ্ত নম্বর উচ্চমাধ্যমিকে ৯৫.৬০ শতাংশ। স্নাতকস্তরে ৯৮%। আর এতে দান বেঁধেছে।
পশ্চিমবঙ্গ স্বাস্থ্য নিয়োগ বোর্ড,ফেসিলিটি ম্যানেজার পদে চাকরির জন্য আবেদন চেয়ে পাঠিয়েছিল, যার শূন্য পদের সংখ্যা ছিল ৮১৯। অসংরক্ষিত পদের সংখ্যা ৪২৪। অস্থায়ী ভিত্তিতে এখন নেওয়া হলেও ভবিষ্যতে স্থায়ী করা হবে।
এই নিয়োগ পদ্ধতিতে কোনও পরীক্ষার ব্যবস্থা ছিল না। উচ্চমাধ্যমিক ও স্নাতকস্তরে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে নিয়োগ করা হবে। অনলাইনে আবেদন শুরু হয়েছিল চলতি বছরের ১৪ জানুয়ারি। আবেদনের সময়সীমা শেষ হয় জানুয়ারির ২৫ তারিখে।সাধারণ প্রার্থীদের আবেদন করতে দিতে হয়েছিল ১৬০ টাকা। তপশিলী জাতি, উপজাতিরা ছাড় পেয়েছেন।
প্রাপ্ত নম্বরের ভিত্তিতে নিয়োগের যে তালিকা তৈরি হয়েছে, তা নিয়েই শুরু হয়েছে বিতর্ক। ওই তালিকাতেই গড়মিল রয়েছে বলে উঠছে অভিযোগ। সম্ভাব্য প্রার্থী তালিকায় নাম থাকা ব্যক্তিদের মার্কশিট আনতে বলা হয়েছে।