আন্তর্জাতিক মহলে ভারতকে কোণঠাসা করতে গিয়ে পাকিস্তান নিজেই যে কোণঠাসা হয়ে পড়েছে তা এবার কার্যত মেনে নিলো ইমরান সরকার। এবার ইমরান খানের মন্ত্রী স্বয়ং জানিয়ে দিলেন যে বিশ্বের কোনও দেশই তাঁদের কথায় আমল দিচ্ছে না। সকলে শুধু ভারতের কথাই শুনছে। তাই আন্তর্জাতিক মহলের সমর্থন জোগাড় করতে একেবারে ব্যর্থ হয়েছেন তাঁরা।
বৃহস্পতিবার জম্মু কাশ্মীর প্রসঙ্গে সে দেশের একটি নিউজ চ্যানেলের মুখোমুখি হন পাক অভ্যন্তরীণ মন্ত্রী অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার ইজাজ আহমেদ শাহ। তিনি বলেন, ‘‘আমরা জানালাম ভারত কার্ফু জারি করে কাশ্মীর অবরুদ্ধ করে রেখেছে। ওষুধপত্রও পাচ্ছেন না উপত্যকার মানুষ। কিন্তু আমাদের বিশ্বাসই করছে না আন্তর্জাতিক মহল। ভারতের উপরই আস্থা ওদের।’’
জম্মু-কাশ্মীর নিয়ে আন্তর্জাতিক মহলে এখনো ভারতকে বিপাকে ফেলার চেষ্টা করে চলেছেন ইমরান সরকার। সম্প্রতি রাষ্ট্রপুঞ্জে সেই মর্মে ডসিয়ারও জমা দিয়েছে তারা। তাতে কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বলে অভিযোগ তুলেছে তারা। কংগ্রেস নেতা রাহুল গাঁধীর মন্তব্য উদ্ধৃত করে জানিয়েছে, জম্মু-কাশ্মীরের মানুষের স্বাধীনতা ও নাগরিক অধিকার খর্ব হচ্ছে। আগামী ২৭ সেপ্টেম্বর নরেন্দ্র মোদীর পাশাপাশি রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় বক্তৃতা করবেন ইমরান খানও। তাঁর দাবী বিশ্বের ৫৮ টি দেশ তাদের সমর্থন করতে এগিয়ে এসেছেন। কিন্তু এমতাবস্থায় ইজাজ আহমেদ শহের বক্তব্য সরকারকে বেশ অস্বস্তিতেই ফেলেছে।