প্রায় দুই সপ্তাহ তিহার জেলে বন্দি প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। বুধবার কংগ্রেসের দুই বর্ষীয়ান নেতা ও ছেলের সঙ্গে দেখা করলেন। প্রায় আধ ঘন্টা কথা বললেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে ওই কংগ্রেস নেতারা একসঙ্গে "কাশ্মীর, আসন্ন নির্বাচন এবং দেশের অর্থনৈতিক পরিস্থিতি সহ বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন"।
আইএনএক্স মিডিয়া মামলায় অভিযুক্ত কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরম প্রায় ২ সপ্তাহ ধরে তিহার জেলে রয়েছেন। বুধবার দিল্লির সেই জেলে গিয়ে চিদাম্বরমের সঙ্গে সাক্ষাৎ করেন কংগ্রেসের প্রবীণ নেতা গুলাম নবী আজাদ এবং আহমেদ প্যাটেল। বাবার সঙ্গে দেখা করতে ওই কংগ্রেস নেতাদের সঙ্গে সেখানে যান ছেলে কার্তি চিদাম্বরমও ।
এর আগে কংগ্রেস নেতাদের আইএনএক্স মিডিয়া মামলায় অভিযুক্ত পি চিদাম্বরমকে ৫ সেপ্টেম্বর তিহার জেলে পাঠানো হয়। তারপরেই একদিন কংগ্রেস নেতারা তাঁর সঙ্গে দেখা করতে চাইলে তাঁদের বাধা দেওয়া হয়েছিল বলে অভিযোগ। ২০০৭ সালে দেশের তৎকালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসাবে আইএনএক্স মিডিয়া সংস্থাকে বিদেশি তহবিল পাওয়ার ক্ষেত্রে বিশেষ সুবিধা করে দেওয়ার অভিযোগ ওঠে পি চিদাম্বরমের বিরুদ্ধে। অভিযোগ ছেলে কার্তি চিদাম্বরমের অনুরোধেই ওই কাজটি করেন প্রবীণ কংগ্রেস নেতা। এর বিনিময়ে কার্তি চিদাম্বরমকে বিশাল অঙ্কের অর্থ ঘুষ দেয় আইএনএক্স মিডিয়া সংস্থাটি। এখনও দেখার আছে আর কয় জন জেল কাশটেডী তে যায় ।