রাজ্য জুড়ে এনআরসি আতঙ্ক, নিজেদের পরিচয় পত্রে নাম সংশোধন করাতে মধ্যরাতে সরকারি অফিসের সামনে লম্বা লাইন। বর্তমানে এমনটাই চিত্র রাজ্যের প্রত্যেকটি ব্লক অফিসের সামনে। পাশাপাশি চলছে ভুয়া কার্যকলাপ। অসমে এনআরসি-র পর বাংলার চিত্র রাতারাতি বদলে গেছে পাড়াগাঁয়ে কান পাতলেই একটা কথা বারাবার শোনা যাচ্ছে পরিচয় পত্র ঠিক করাতে হবে।
খাদ্যসাথী প্রকল্পে আবেদন করাকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকে চরম বিশৃঙ্খলা বালুরঘাট বিডিও অফিসে। হাজার হাজার মানুষের ভিড়ে ঠাসা, এরই মধ্যে পড়ে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে এক ব্যাক্তির। মৃতের নাম মন্টু সরকার (৫২)। বাড়ি বালুরঘাট থানার পলাশডাঙা গ্রামে। এদিন রেশন কার্ড সংশোধনীর লম্বা লাইনে দাঁড়িয়ে ছিলেন ওই বৃদ্ধ। তীব্র গরমে অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় তাঁর। ঘটনার জেরে তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশাল পুলিস বাহিনী মোতায়েন করা হয়েছে।
বাংলায় এনআরসি ইস্যুতে রাজনীতি করছে বিজেপি। এ প্রসঙ্গে সম্প্রতি বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, বাংলায় এনআরসি করে ২ কোটি নাম বাদ দেওয়া হবে। মমতা বলেন, ‘‘আমি যতদিন বেঁচে আছি এনআরসি করতে দেব না, আমি মরে গেলেও দল করতে দেবে না। ৪টি প্রজন্ম তৈরি করে দিয়ে যাচ্ছি’’।
মমতা এদিন বলেন, ‘‘পুলিশ দিয়ে অসমবাসীর মুখ বন্ধ করতে পারে, কিন্তু বাংলার নয়। ধর্ম, বর্ণের ভিত্তিতে এনআরসি মানছি না মানব না। বিজেপিকে ধিক্কার জানাই, লজ্জা করে না!’’। তৃণমূল সুপ্রিমো বলেন, ‘‘এটা অস্তিত্বের লড়াই। আসামে ১৯ লক্ষের নাম বাদ পড়েছে এর মধ্যে ১২ লক্ষ হিন্দু। বৌদ্ধ, শিখ, গোর্খারাও আছে। অনেকে নথি দিয়েছেন, অথচ এনআরসিতে নাম ওঠেনি’’।
এদিনও দুর্গাপুজো নিয়ে বিজেপির খোঁচা প্রসঙ্গে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মমতা বলেন, ‘‘বাংলায় দুর্গাপুজো, কালীপুজো হয় না? নতুন করে শেখাচ্ছো?’’ মোদীকে নিশানা করে মমতা বলেন, ‘‘ প্রধানমন্ত্রীর চেয়ারকে আমি সম্মান করি। আমি সংবিধান মেনে চলা মানুষ। কিন্তু আমাদের অসম্মান করলে গায়ে লাগবে। আমি তো সকালে ২০ বার ওম বলি’’।
দেশের বর্তমান আর্থিক পরিস্থিতি নিয়ে এদিন মোদী সরকারকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, রেল, সেল, বিএসএনএল সব বিক্রি করছে। এখান থেকে ব্যাঙ্কের হেড কোয়ার্টার তুলে নিয়ে যাচ্ছে। গাড়ি কিনছেন না কেউ এখন। ভারতবর্ষে হাহাকার চলছে। দেশে অর্থনৈতিক ধস নেমেছে, তা ধামাচাপা দিতে অন্য ইস্যু নিয়ে চর্চা করছেন।