যাদবপুর কাণ্ডে মুখ খুললেন লকেট, বললেন...
যাদবপুর
কাণ্ডে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র পাশেই দাঁড়ালেন হুগলীর সাংসদ লকেট
চট্টোপাধ্যায়। তিনি বলেন, ছাত্ররা একশো বার ভুল করতে পারে। অভিভাবক হিসাবে আমারা
তাদের বোঝাব।
গত বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাবুল সুপ্রিয়কে হেনস্থার ঘটনায় অভিযোগ ওঠে দেবাঞ্জন বল্লভ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। এই খবর দেবাঞ্জনের মায়ের কানে পৌঁছলে, তিনি বাবুল সুপ্রিয় কাছে তাঁর ছেলের কাজের জন্য ক্ষমা চান। এবং তাঁর ছেলেকে ক্ষমা করে দেওয়ার অনুরোধ করেন। এরপরই বাবুল সুপ্রিয় দেবাঞ্জনের মা’কে উল্লেখ করে জানান, তিনি তাঁর ছেলের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেবেন না। এরপরই আসানসোলের সাংসদকে সমর্থন করেন হুগলীর সাংসদ। তিনি বলেন, ছাত্ররা একশো বার ভুল করতে পারে। অভিভাবক হিসাবে আমারা তাদের বোঝাব।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার এবিভিপির আয়োজনে নবীন বরণের অনুষ্ঠান ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। সেখানে বাবুল সুপ্রিয় এবং অগ্নিমিত্রা পল যেতেই বিক্ষোভ শুরু হয়ে যায়। ক্রমশই বিক্ষোভ বড় আকার ধারণ করে। হেনস্থা করা হয় কেন্দ্রীয় মন্ত্রীকে। বাবুলের জামা ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ। তাঁর চুল ধরে টানা হয়। অগ্নিমিত্রা পলের শাড়ি ছিঁড়ে দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে। এরপরই বিশ্ববিদ্যালয়ে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে উদ্ধার করেন রাজ্যপাল জগদীপ ধনকড়। এরপরই শুরু হয় বিতর্ক। রবিবার এক অনুষ্ঠানে এ বিষয়ে অবস্থান স্পষ্ট করেন তিনি। রাজ্যপাল জানান, তিনি অভিভাবক হিসাবে ওই দিন বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন।