জেলা সিপিআইএমের ডাকে এনআরসি বিরোধী মহামিছিল হলো উত্তর দিনাজপুরের সদর শহর রায়গঞ্জে।রবিবার দুপুর একটা নাগাদ মিছিল শুরু হয় স্থানীয় শিলিগুড়ি মোড় থেকে। মিছিলে   প্রচুর সংখ্যক সিপিআইএম কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। এছাড়াও বামপন্থী বিভিন্ন সংগঠনের সদস্যরাও অংশগ্রহণ করেন আজকের মিছিলে। মহিলাদের উপস্থিতি ছিল আজকের মিছিলে নজরকাড়া। প্রথম থেকেই  এনআরসির বিরোধিতা করে আসছে সিপিএম। দলের পক্ষ থেকে এনআরসির বিরোধিতা করে বারংবার বিবৃতি দিচ্ছেন দলের শীর্ষস্থানীয় নেতারা।ইতিমধ্যেই জেলায় মৃত্যুর ঘটনা ঘটেছে।এছাড়াও স্থানীয় হেমতাবাদ অঞ্চলে ছড়িয়ে পড়েছে এনআরসির তীব্র আতঙ্ক। এনআরসিকে কেন্দ্র করে সিপিআইএমের এই বিরোধিতার ডাক সংগঠনকে আরো চাঙ্গা করবে বলে মনে করছে রাজনৈতিক মহল। আজকের মহামিছিলে উপস্থিত ছিলেন জেলা সিপিএমের সাধারণ সম্পাদক অপূর্ব পাল,বর্ষীয়ান সিপিআইএম নেতা ভারতেন্দু চৌধুরীসহ বিভিন্ন বামপন্থী সংগঠনের নেতা ও কর্মীরা।

এত বেশি সংখ্যায় হিন্দুদের নাম বাদ পড়াকে ভালো চোখে দেখছেন না আরএসএস প্রধান। তিনি এই মর্মে বিজেপিকে বিঁধতেও ছাড়েননি। একইসঙ্গে তিনি আশ্বাস দিয়েছেন, যে তালিকা থেকে তাদের বহিষ্কারের অর্থ এই নয় যে, তারা দেশ থেকে বহিষ্কার হবে। রবিবার কলকাতায় সঙ্ঘ ও বিজেপির রুদ্ধদ্বার বৈঠক হয়। চূড়ান্ত এনআরসি তালিকা প্রকাশিত হওয়ায় আসাম থেকে হিন্দু বাঙালির নাম বাদ পড়া নিয়ে আলোচনা হয় এই বৈঠকে। সেখানেই সঙ্ঘপ্রধান উষ্মা প্রকাশ করেন। তিনি হিন্দুদের নাগরিকত্ব দেওয়ার ব্যাপারেও শীঘ্র উদ্যোগ নিতে বলেন বিজেপি উদ্দেশ্যে।

Find out more: