
সোমবার নিউইয়র্ক থেকে স্বীকারোক্তি দিলেন যে ৯/১১ এর ঘটনার পরে বিশ্বব্যাপী সন্ত্রাসবিরোধী অভিযানে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে হাত মিলিয়ে ভুল করেছিল পাকিস্তান। পারভেজ মুশারফের সরকারের ওই সিদ্ধান্তের সমোলচনায় মুখর ইমরান এদিন কাউন্সিল অব ফরেন রিলেশনের মঞ্চ থেকে বলেন, ‘যা করা সম্ভব নয়, সেই প্রতিশ্রুতি দেওয়া ঠিক হয়নি।’
মার্কিন আগ্রাসন শুরু হওয়ার আগে ২০০১ সাল পর্যন্ত আফগানিস্তানের তালিবান সরকার মাত্র তিনটি দেশের সমর্থন পেয়েছিল। তাদের একটি ছিল পাকিস্তান। ৯/১১ এর ঘটনা সেই সমীকরণ বদলে দেয়। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ নেয় পাকিস্তান। সোমবার এই সিদ্ধান্তকে ঐতিহাসিক ভুল বলে ব্যখ্যা করেন ইমরান। অতীত তুলে এনে তিনি বলেন,‘‘ ১৯৮০-র দশকে সোভিয়েত রাশিয়া আফগানিস্তান দখল করতে এসেছিল। এই সময়ে সোভিয়েতের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায়। আইএসআই (ইন্টার সার্ভিস ইন্টালিজেন্স) সেবার সোভিয়েতের বিরুদ্ধে প্রতিরোধ তৈরির জন্যে মুসলিম বিশ্বের জেহাদি গোষ্ঠীগুলিকে প্রশিক্ষণ দেয়।’’ইমরানের দাবি, সে সময়ে জেহাদিরা নায়কের মতো ছিল। তাঁদের চেষ্টাতেই ১৯৮৯ সালে আফগান মাটি ছেড়ে দেয় রাশিয়া।
ইমরানের মতে সোভিয়েতের ঘটনায় বিদেশি শক্তিকে রুখে দেওয়ায় যাদের উৎসাহ দেওয়া হয়েছিল, সেই গোষ্ঠীই মার্কিন আগ্রাসন বিরোধিতা করে জঙ্গি বলে চিহ্নিত হয়েছে। এখন মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তান ছেড়ে গেলেও এই গোষ্ঠীগুলি রয়ে গিয়েছে। ইমরান মনে করেন কোনও ভাবেই সামরিক শক্তি দ্বারা আফগানিস্তানে শান্তিু ফেরানো সম্ভব নয়। শান্তি ফেরাতেতিনি ডোনাল্ড ট্রাম্পকে আলোচনার উদ্যোগ নিতে অনুরোধ করবেন বলে জানান।