পূর্ব ঘোষণা মতোই মঙ্গলবার থেকে শুরু হল মুখ্যমন্ত্রীর মমতা বন্দোপাধ্যায়ের পশ্চিম মেদিনীপুর জেলা সফর। অবশ্য এর জন্য সোমবার  মুখ্যমন্ত্রী পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে এসে হাজির হয়েছিলেন। এদিন দুপুর আড়াইটের দিকে মুখ্যমন্ত্রী আকশপথে এসে হাজির হন বিদ্যাসাগরের জন্মভিটে তথা পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের বিরসিংহ গ্রামের পাশের গ্রাম পাতরায়। সেখান থেকে সড়ক পথে পৌঁছান বিরসিংহে।উল্লেখ্য, বিদ্যাসাগরের দ্বিশত বর্ষের অনুষ্ঠানে যোগ দিতেই মুখ্যমন্ত্রীর এই সফর।বিরসিংহে বিদ্যাসাগরের জন্মভিটে ঘুরে দেখার পর বীরসিংহ ভগবতী হাইস্কুলের মাঠে সরকারী সভাতে যোগ দেন তিনি। এই সভা থেকে ৯৪ টি প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এর মধ্যে ৫৪ টি প্রকল্পের শিলান্যাস ও ৪০ টি প্রকল্পের উদ্বোধন করেন তিনি। 
পাশাপাশি বেশ কিছু উপভোক্তার হাতে তুলে দেন সরকারী নানা প্রকল্পের সুবিধে। এর পর বক্তব্য রাখতে গিয়ে এদিন বিদ্যাসাগর সহ মনীষীদের সম্মান জানানো কেনো প্র্য়োজন তা নিয়েই আলোচনা করেন। পাশাপাশি তিনি ঘোষণা করেন, সারা বছর স্কুল সহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিস্যাসাগরেরে স্মরন অনুষ্ঠানের আয়োজন করতে। এরই ফাকে তিনি কলকাতায় বিস্যাদাগরের মূর্তি ভাঙার প্রসঙ্গ টেনে নাম না করে বিজেপি কে খোঁচাও দিয়ে যান। বক্তব্যের শেষের দিকে শিহ্মা দফতরকে নির্দেশ দেন বিদ্যাসাগরকে নিয়ে গবেষণা কেন্দ্র গড়তে। সভা শেষে মুখ্যমন্ত্রী আবার ফিরে যান পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে। রাত্রে সেখানে থেকে আগামিকাল অর্থাৎ বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা অডিটোরিয়াম হলে প্রশাসনিক কর্তাদের সাথে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।


Find out more: