কংগ্রেসের সাংসদ অভিষেক মনু সিঙ্ঘভিকে প্রশ্ন করা হয় যে কংগ্রেসের কোনও প্রধানমন্ত্রী কি এই কথাগুলোই বলতেন না?এর উত্তরে তিনি বলেন ‘‘আমি খুশি যে নরেন্দ্র মোদী ভারত ও পাকিস্তানকে হাইফেন দিয়ে জুড়ে দেননি। তিনি ভারতের বিশালত্ব, সাফল্য, সম্ভাবনা, সংস্কৃতি, ঐতিহ্যের কথা বলেছেন।’’
শুধু কংগ্রেস নয়। কার্যত গোটা বিরোধী শিবির শুক্রবার রাষ্ট্রপুঞ্জে নরেন্দ্র মোদীর বক্তৃতার পর ‘বেকায়দায়’ বলে মনে করছেন অনেকেই। কারণ, তাঁদের মতে, গতকাল মোদী তাঁর পরিচিত অবতার থেকে বেরিয়ে প্রায় জওহরলাল নেহরুর পথ অনুসরণ করে সবাইকে নিয়ে চলা, সকলের জন্য উন্নয়নের কথা বলছেন।
কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভির বক্তব্য, ‘‘মোদী ও ইমরান খানের মধ্যে তুলনাই চলে না। ইমরানকে দেখে মনে হয়েছে, তিনি সঙ্কীর্ণতায় নিমজ্জিত। ভয় পেয়ে হুমকি দিচ্ছেন। ভারত ও মোদী তাই সহজেই জিতে গিয়েছে।’’
এমতাবস্থায় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি সভাপতির দাবি, ‘‘প্রধানমন্ত্রী প্রকৃত রাষ্ট্রনেতার মতো শুধু সৌভ্রাতৃত্বের বার্তাই দেননি, বিশ্ব জুড়ে শান্তি রক্ষায় ভারতের ভূমিকার কথাও স্মরণ করিয়েছেন। জন কল্যাণ থেকে জগতের কল্যাণের নতুন মন্ত্র বিশ্ব অনুসরণ করতে পারে।’’ বিজেপি নেতাদের দাবি, নরেন্দ্র মোদী নিজেকে এনডিএ সরকারের প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রনেতার স্তরে নিয়ে গিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ আবার পাকিস্তানে প্রকাশিত একটি ব্যঙ্গচিত্রের উল্লেখ করে খোঁচা দিয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে। বলেছেন, ‘‘উনি নিজেকে খোরাক করে তুলছেন।’’
মোদীর বক্তৃতার সমালোচনা না করলেও বিরোধীদের অভিযোগ, প্রধানমন্ত্রীর কথায় ও কাজে ফারাক রয়েছে। সিপিএমের পলিটব্যুরো সদস্য নীলোৎপল বসুর বক্তব্য, ‘‘পাকিস্তান যা বলেছে, তার গুরুত্ব নেই। কিন্তু প্রধানমন্ত্রী মোদী যা বলেছেন, তার সঙ্গে তাঁর কাজের ফারাক রয়েছে। প্রধানমন্ত্রী ১৩০ কোটি ভারতীয়ের জন্য তাঁর কাজের কথা বলছেন। প্রায় দু’মাস ধরে যে কাশ্মীরিরা ঘরে বন্দি, তাঁরা কি ভারতের নাগরিক নন? তাঁদের কি নাগরিক হিসেবে অধিকার নেই?’’
পাকিস্তানের নাম না করে প্রধানমন্ত্রী রাষ্ট্রপুঞ্জে বলেছেন, সন্ত্রাসবাদ মানবতার জন্যই চ্যালেঞ্জ। কাশ্মীরি সমাজকর্মী শেহলা রশিদের প্রশ্ন, ‘‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে মোদীর অবদানটা কী?’’ সমঝোতা বিস্ফোরণে অভিযুক্ত প্রজ্ঞা ঠাকুরের দিকে ইঙ্গিত করে তাঁর মন্তব্য, ‘‘উনি একজন সন্ত্রাসে অভিযুক্তকে সাংসদ করেছেন।’’