বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ২১ তম সমাবর্তন অনুষ্ঠান হয়ে গেল রবিবার। এদিন বিশ্ববিদ্যালয়ের বিবেকানন্দ সভাগৃহে আয়োজিত এই সমাবর্তন অনুষ্ঠানে হাজির হয়েছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়। এদিন ঠিক ১১ টা ৪৫ মিনিট নাগান বিশ্ববিদ্যালয়ের সভাগৃহে প্রবেশ করেন রাজ্যপাল। উল্লেখ্য, রাজ্যপাল পদে যোগ দেওয়ার পর আচার্য হিসেবে এটাই প্রথম কন সমাবর্তন অনুষ্ঠানে যাওয়া জগদীপ বাবুর। এদিনের সমাবর্তন অনুষ্ঠানে রাজ্যপাল ছাড়াও হাজির ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রঞ্জন চক্রবর্ত্তী, শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক রজত কান্তি রায়, কলকাতার ইন্ডিয়ান এসোসিয়েশন ফর দ্যা কাল্টিভেশাঞ্চফ সায়েন্সের ডিরেক্টর অধ্যাপক 
শান্তনু ভট্টাচার্য, এলাহাবাদের হরিশচন্দ্র রিসার্চ ইন্সটিটিউট এর অধ্যাপক অশোক সেন প্রমুখ। এদিনের এই সমাবর্তন থেকে অধ্যাপক শান্তনু ভট্টাচার্য ও অধ্যাপক অশোক সেনকে সাম্মানিক ডি এসসি ডিগ্রি তুলে দেওয়া হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের এবারের সফল পড়ুয়ার হাতে মেডেল ও পিএইচডি ডিগ্রি তুলে দেওয়া হয়। এদিন সমাবর্তন শেষে সাংবাদিকদের কাছে নিজের প্রথম কোন সমাবর্তনে যাওয়ার প্রসঙ্গ তোলার পাশাপাশি এদিনের সমাবর্তনে বক্তব্য রাখতে ওঠা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক রজত কান্তি রায়ের বক্তব্যের ভুয়সী প্রশাংসা করেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তবে কোন রাজনৈতিক ইস্যু নিয়ে কিছু বলতে রাজি হননি এদিন। বিশ্ববিদ্যালয় এর আচার্য হলেন সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপাল । স্বইভাবতই রাজ্যপাল জগদিপ ধঙ্কর এসেছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ২১ তম সমাবর্তন অনুষ্ঠানে । 


Find out more: