বেহাল রাস্তা, পিচের নাম গন্ধ তো নেই। তার উপর গোটা রাস্তা খানা খন্দে ভর্তি। বারবার সংস্কারের দাবি জানিয়েও কোন সুরাহা না হওয়ায় বাধ্য হয়ে এবার বাস চলাচল বন্ধ করে দিল নাস মালিকেরা। যার জেরে পূজোর মুখে সমস্যায় স্থানীয় বাসিন্দা থেকে বহু বাসযাত্রী। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নং ব্লকের মাংরুল গ্রাম পঞ্চায়েতের সুলতানপুর মাংরুল সড়কের। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই খানাখন্দে ভরা গ্রামীন সড়ক যোজনার এই রাস্তাটির অবস্থা বেহাল। যার জেরে নিত্যদিনই ঘটছে দূর্ঘটনা, এমনই অভিযোগ স্থানীয় বাসিন্দা থেকে নিত্যযাত্রীদের। বেহাল রাস্তা দিয়ে চলাচলে ক্ষতি হচ্ছে বাসের, যাত্রী নিয়ে যাওয়াও ঝুঁকির। তাই বাধ্য হয়ে এই রুটে চলাচল বন্ধ করে দিল ১৪১৫ টি বিভিন্ন রুটের বাস। রাস্তা সংস্কার না হওয়া পর্যন্ত বাস চালাতে নারাজ মালিকরা। চন্দ্রকোনার মাংরুল বাসস্ট্যান্ড থেকে ঘাটাল, পাঁশকুড়া, মেদিনীপুর সহ কলকাতা রুটের বাস চলাচল করে এই রাস্তায় এবং পাশের হুগলী জেলার সাথেও যোগাযোগ স্থাপনকারী এই বেহাল রাস্তাটি। বৃহস্পতিবার বিকেল থেকে এই রুটের সমস্ত যাত্রীবাহী বাস বন্ধ করে দেওয়া হয় বাস মালিকদের তরফে। রাস্তায় বাস না মেলায় ভোগান্তী নিত্যযাত্রীদের, ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হচ্ছে বিকল্প যানবাহনের অপেহ্মায়। বেহাল রাস্তা, পুজোর আগে বাস চলাচল বন্ধ করে দিল বাস মালিকেরা । বারবার সংস্কারের দাবি  । 


Find out more: