গত কয়েকদিন ধরেই জিয়াগঞ্জ হত্যাকাণ্ড নিয়ে বিজেপি তৃনমূলের চাপানতর চলছিলই। বিজেপি নেতারা আক্রমণ করতে শুরু করেছিলেন বিদ্বজনদেরও। সেই বিজেপি-কে এ বার কিছুটা চমকে দিয়েই শুক্রবার মুখ খুললেন অপর্ণা সেন । আরএসএস সদস্যের পরিবারের এই ভয়ঙ্কর হত্যাকাণ্ড ‘আমাদের লজ্জা’— মুখ্যমন্ত্রীর উদ্দেশে টুইটারে এ কথাই লিখলেন তিনি।
মঙ্গলবার অর্থাৎ দশমীর দিন জিয়াগঞ্জে নিজের বাড়িতে খুন হন প্রাথমিক শিক্ষক বন্ধুপ্রকাশ পাল। তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী এবং শিশুপুত্রকেও খুন করা হয়। বিষয়টি নিয়ে বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিৎ পাত্র আগেই টুইট করেছিলেন। মুখ খুলেছিলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ এবং দলের কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিংহ। বৃহস্পতিবার আরও একটি খুনের কথা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরে সরব হন কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়ও। ফেসবুকে তিনি লেখেন, ‘‘নদিয়ায় সুপ্রিয় বন্দ্যোপাধ্যায় নামে এক হিন্দু পুরোহিত তথা বিজেপি কর্মীকে নৃশংস ভাবে খুন করা হয়েছে। গত ৪ দিনে ৮ জনকে খুন করা হল। পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা এখন একটা দুঃখজনক রসিকতা।’’ এতেই থামেননি বাবুল। নাম না করে বাংলার বিদ্বজনদেরও নিশানা করেন তিনি। বাবুল লেখেন, ‘‘এই ভয়াবহ খুনগুলোর ক্ষেত্রে তথাকথিত উদারবাদীরা নীরব দর্শকের ভূমিকায় কেন? বাংলার মানুষ প্রতিশোধ নেবেন। অপেক্ষা করুন এবং দেখতে থাকুন।’’
এরপরেই টুইটারে প্রতিবাদ জানিয়ে অপর্ণা সেন লিখেছেন ‘‘আরএসএস সদস্যের অন্তঃসত্বা স্ত্রী এবং শিশুকে হত্যা করা হল আমাদের পশ্চিমবঙ্গে! এই বীভৎস কাজের কারণ যাই হোক, এ আমাদের লজ্জা!’’ টুইটারে সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রীকে সম্বোধন করে অপর্ণা লিখেছেন, ‘‘মুখ্যমন্ত্রী মহোদয়া! দয়া করে অপরাধীদের শাস্তি নিশ্চিত করুন! রাজনৈতিক মত নির্বিশেষে পশ্চিমবঙ্গের সব নাগরিকের দায়িত্ব আপনার। আপনি সবার মুখ্যমন্ত্রী!’’