দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি সভাপতি অমিত শাহ-র আর্শীবাদে ভারতের ক্রিকেট সংস্থার মসনদে বসতে চলেছেন প্রাক্তন ভারত অধিনায়ক বাংলার দাদা সৌরভ গঙ্গোপাধ্যায় । প্রথমে ব্রিজেশ প্যাটেলকে বিসিসিআইয়ের প্রেসিডেন্ট করা হবে বলে সিদ্ধান্ত হলেও বিকেলে অমিত শাহ-র সঙ্গে দেখা করেন সৌরভ । তারপর থেকেই পাল্টে ভারতীয় ক্রিকেটের লড়াই । রাত ১১ টা নাগাম খবর পাওয়া যায় ব্রিজেশ নয় , দেশের ক্রিকেট সংস্থার প্রেসিডেন্ট হতে চলেছেন সৌরভ গাঙ্গুলি ।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র পুত্র জয় শাহ হতে চলেছেন বোর্ডের নয়া সচিব। অন্যদিকে অরুণ ধুমাল হবেন বিসিসিআইয়ের নয়া কোষাধ্যক্ষ। প্রাক্তন বোর্ড প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুরের ছোট ভাই অরুণ।
ভারতীয় ক্রিকেটে বরাবরই এন শ্রীনিবাসনের একটা একচ্ছত্র আধিপত্য় দেখা গিয়েছে। তিনিই ব্রিজেশের জন্য় লবি করেছিলেন যাতে তাঁকে নয়া প্রেসিডেন্ট হিসাবে দেখা যায়। বোর্ডের উত্তর-পূর্ব ভারতের অ্যাফিলিয়েটেড সংস্থার সিনিয়র আধিকারিক সংবাদসংস্থাকে দেওয়া এক সাক্ষাতকারে জানিয়েছেন, “প্রেসিডেন্ট পদের জন্য় ব্রিজেশের জন্য়ই লবি করেছিলেন শ্রীনিবাসন। যদিও ব্রিজেশের বিরুদ্ধে প্রবল আওয়াজ ওঠে। আমরা খুশি যে, সৌরভ আমাদের নতুন বোর্ড প্রেসিডেন্ট।” প্য়াটেল সেক্ষেত্রে আইপিএল চেয়ারম্য়ান হতে পারেন বলেই খবর।
নাটকীয় ভাবে সৌরভের আর্বিভাব হয় । তবে স্বরাষ্ট্রমন্ত্রী আর্শীবাদ থাকার ফলে সৌরভের প্রেসিডেন্ট পদে সবটা শুধুমাত্র সময়ের অপেক্ষা । 
অবশেষে দিনভর চলা নাটকের যবনিকা পতন।  বিসিসিআইয়ের পরবর্তী সভাপতি কে হবেন, ‌ রবিবার এই নিয়েই আলোচনা চলছিল ক্রিকেটমহলে। দিনের শেষে সেই ছবিটা যেন জলের মতো পরিস্কার হয়ে গেল। কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রাক্তন সচিব তথা দেশের প্রাক্তন টেস্ট ক্রিকেটার ব্রিজেশ প্যাটেল দিনভর এই দৌড়ে এগিয়ে থাকলেও শেষমুহূর্তে বাজিমাত করে গেলেন বাংলার ‘মহারাজ’।
সৌরভ গঙ্গোপাধ্যায়, ব্রিজেশ প্যাটেলের সঙ্গে বিসিসিআই মসনদে বসার দৌড়ে এগিয়ে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র জয় শাহও। তবে প্রেসিডেন্ট নয়, বিসিসিআইয়ের নয়া সচিব পদে আসীন হতে চলছেন অমিত-পুত্র। সব ঠিকঠাক থাকলে নয়া কোষধ্যক্ষ হিসেবে বিসিসিআই পেতে চলেছে অরুণ ধুমালকে। প্রাক্তন বোর্ড প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুরের ভাই হিসেবে ক্রিকেট মহলেবেশ জনপ্রিয় তিনি। সোমবার বিভিন্ন পদে মনোনয়ন জমা দেওয়ার শেষদিন। তবে নির্বাচন নয়, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সর্বসম্মতিক্রমে বোর্ডের পদ অলংকৃত করতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, অরুণ ধুমালরা।
এদিকে, কীর্তি আজাদকে সরিয়ে আইসিএ প্রতিনিধি হিসেবে নয় সদস্যের অ্যাপেক্স কাউন্সিলে জায়গা করে নিলেন প্রাক্তন ক্রিকেটার তথা সিওএ সদস্য অংশুমান গায়কোয়াড়। মহিলা প্রতিনিধি হিসেবে আগেই আইসিএ কমিটিতে জায়গা করে নিয়েছিলেন শান্তা রঙ্গস্বামী।


Find out more: