‘‘সাধারণ মানুষকে আপনারা বোঝান, এনআরসি নিয়ে চিন্তার কিছু নেই, আপনারা শুধু মন দিয়ে বিজেপিটা করুন।’’ কলকাতা পুরসভার ১০৮ নং ওয়ার্ড । বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে বক্তা সদ্য তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া শঙ্কুদেব পন্ডা । তিনি জাতীয় নাগরিক পঞ্জী ইস্যুতে সরাসরি সাধারন মানুষের সমর্থন চাইলেন । তিনি বললেন , মন দিয়ে বিজেপি করুন এনআরসিতে কোনো ভয় নেই । আসলে এনআরসি আতংক বিজেপিকে তাড়া করে ফিরছে । তাই সেই আতংক দূর করার জন্য প্রতিনিয়ত বিজেপি নেতৃত্ব চেষ্টা করে যাচ্ছেন । বিশেষ করে এনআরসি ইস্যুতে যেভাবে বাঙালি জাতীয়তাবাদ নতুন করে মাথা চাড়া দিচ্ছে তাতে বিপদের গন্ধ পাচ্ছে বিজেপি তাই সরাসরি বিজেপি করার আহ্বান ।
এনআরসি আতঙ্ক মুছতে মঙ্গলবার সাধারণ মানুষের ঘরে ঘরে যাওয়ার জন্য দলীয় কর্মীদের বার্তা দিয়েছেন তিনি। সেই সঙ্গে দলীয় কর্মীদের প্রতি তাঁর নিদান, শঙ্কুর এই মন্তব্যকে সমর্থন করেছেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ।
বিজেপি কর্মীদের উদ্দেশে শঙ্কুদেবকে বলতে শোনা যায়, ‘‘আপনারা মানুষের ঘরে ঘরে যান। মানুষকে বলুন, মানুষকে বোঝান যে, মন দিয়ে বিজেপিটা করুন। এনআরসি নিয়ে চিন্তা করার বিষয়টা আমাদের। আমরা বুঝে নেব। আপনাদের কেউ উচ্ছেদ করবে না।’’ এখানেই থেমে থাকেননি শঙ্কুদেব। বিজেপি না করলে বা বিজেপির সঙ্গে না থাকলে যে এনআরসি থেকে নাম বাদ পড়তে পারে, এমন প্রচ্ছন্ন হুঁশিয়ারির সুরও শোনা গিয়েছে তাঁর গলায়। তিনি বলেন, ‘‘একমাত্র বিজেপিই আপনাকে সুরক্ষিত ভারতবর্ষ দিতে পারে। এক মাত্র বিজেপি আপনাকে সুরক্ষিত বাংলা দিতে পারে। এক মাত্র বিজেপি আপনাকে সুরক্ষিত ওয়ার্ড দিতে পারে। এক মাত্র বিজেপি আপনাকে সুরক্ষিত পরিবার এবং মাথার উপর ছাদ দিতে পারে। তাই বিজেপি করতে হবে।’’
শঙ্কুদেবকে সমর্থন করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এ দিন তিনি বলেন, ‘‘শঙ্কুদেব পণ্ডা ঠিকই তো বলেছেন। আমরাই তো সামলে নেব।’’ দিলীপ আরও বলেন, ‘‘এনআরসি এখনও হয়েছে কোথায়? এত ভয় পাওয়ারই বা কী আছে? বিজেপির উপরে আস্থা রাখুন। কারও কোনও অসুবিধা হবে না।’’


Find out more: