দেওয়ালির পর মহারাষ্ট্রে সরকার গড়া হবে । এমনই দাবি করে আসছিল বিজেপি । মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফরেণবীশ । এ পর্যন্ত সব কিছুই  ঠিকঠাক চলছিল । গতকাল ৩০ অক্টোবর বিজেপি দলের সংসদীয় কমিটির বৈঠক হয় , সেখানে দেবেন্দ্র ফরেণবীশকে পরবর্তী মুখ্যমন্ত্রী করা হবে বলে সিদ্ধান্ত । তবে এখনও পর্যন্ত বিজেপি সরকার গড়ার দাবি জানায়নি । কারণ ওই দিনই বিজেপির সঙ্গে নির্ধারিত বৈঠক বয়কট করে শিবসেনা । তারপর থেকে মহারাষ্ট্রে ছড়িয়ে পড়ে এবার সরকার গড়বে এনসিপি নিয়ে শিবসেনা । এই পরিস্থিতিতেই বিজেপির উপর চাপ বাড়িয়ে বৃহস্পতিবার ফের মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিংহ কোশিয়ারির সঙ্গে দেখা করলেন শিবসেনা নেতারা। এ দিন সন্ধ্যায় ৬৩ জন বিধায়ককে নিয়ে রাজভবনে যান আদিত্য ঠাকরে। কিন্তু সরকার গঠনের দাবি জানানো হয়েছে কি না, সে বিষয়ে এখনও স্পষ্ট কোনও ইঙ্গিত মেলেনি।
রাজভবন থেকে বেরিয়ে আদিত্য ঠাকরে অবশ্য জানান, সাম্প্রতিক বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত চাষি ও মৎস্যজীবীদের সাহা্য্যের আর্জি নিয়ে গিয়েছিলেন। আদিত্য বলেন, ‘‘বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত চাষি ও মৎস্যজীবীদের সাহায্য করার জন্য আমরা রাজ্যপালকে অনুরোধ করেছি। তিনি আমাদের আশ্বস্ত করেছেন যে, তিনি বিষয়টি নিয়ে কেন্দ্রের সঙ্গে কথা বলবেন।’’
বিজেপি-শিবসেনা সঙ্ঘাতে যাঁর নাম সবচেয়ে বেশি উঠে এসেছে, তিনি আদিত্য ঠাকরে। প্রথম বার বিধায়ক নির্বাচিত হয়েছেন। তিনি শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের ছেলে। শেষ পর্যন্ত আড়াই বছর করে মুখ্যমন্ত্রীর ফর্মুলা কার্যকর হলে তিনিই শিবসেনার মুখ্যমন্ত্রী প্রার্থী। সেই আদিত্য ঠাকরের নেতৃত্বে ৬৩ জন বিধায়কের রাজভবনে যাওয়া রাজনৈতিক ভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
তবে রাজনৈতিক মহলে জল্পনা, এর পিছনে ‘পওয়ার প্লে’ও থাকতে পারে। বিজেপির উপর চাপ বজায় রাখতে শিবসেনা বরাবরই জল্পনা বাড়িয়েছে যে প্রয়োজনে এনসিপি-র সঙ্গে জোট করে সরকার গঠন করতে পারে। বিজেপিকে ঠেকাতে সেই সম্ভাবনা উড়িয়ে দেয়নি শরদ পওয়ারের দলও। বরং সেটা আরও বাড়িয়ে দিয়েছে।
মনে করা হচ্ছে বিজেপিকে সরকার থেকে দূরে রাখার লক্ষ্যে প্রয়োজনে কংগ্রেসও নিঃশর্ত সমর্থন দিতে পারে শিবসেনা সরকারকে । আর সেই সংকেত পাওয়ার পরেই চাপ বাড়াতেই রাজ্যপালের কাছে আদিত্য ঠাকরে বলে রাজনৈতিক মহল মনে করছে । প্রসঙ্গত , বাংলার জনরব নিউজ পোর্টাল ২৪ অক্টোবরই ফল বের হওয়ার পর সংকেত দিয়েছিল ভোটের এই ফলাফলের পর শারদ পাওয়ার আবার নতুন করে রাজনৈতিক কৌশল প্রয়োগ করবে । বিজেপি কি আদৌ সরকার গড়তে পারবে । সেই অনুমান খানিকটা হলেও সত্য হতে চলেছে ।


Find out more: