কাশ্মীরে পাঁচ বাঙালি শ্রমিক খুনের ঘটনার দায় কেন্দ্রের ঘাড়ে চাপিয়ে পুরো ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবী করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ভোরেই স্থানীয় পাঁচ বাসিন্দার কফিনবন্দি দেহ পৌঁছয় মুর্শিদাবাদের বাহালনগরে। গত মঙ্গলবার সন্ধ্যায় ওই পাঁচ জনকে জঙ্গিরা গুলি করে খুন করে কাশ্মীরের কুলগামের কাতরাসুতে। ওই শ্রমিকরা আপেলবাগানে কাজের জন্য গিয়েছিলেন উপত্যকায়। এ দিন মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এটা পূর্ব পরিকল্পিত। নৃশংস ভাবে ওই শ্রমিকদের খুন করা হয়েছে। ওখানে এই মুহূর্তে কোনও রাজনৈতিক দল নেই। সব কিছুই কেন্দ্রের অধীনে। লজ্জাজনক।’’ মমতার মতে, জম্মু-কাশ্মীর প্রশাসনের সবটাই এখন কেন্দ্র এবং নিরাপত্তা বাহিনীর আওতায়। তাঁর প্রশ্ন, ‘‘এই অবস্থায় কী ভাবে ওই শ্রমিকদের অপহরণ করতে এল জঙ্গিরা?’’ এর পরে মুখ্যমন্ত্রী মন্তব্য করেন, ‘‘আমি স্তম্ভিত। এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত হওয়া উচিত।’’

 

নিহত পাঁচ শ্রমিকের দেহ নিয়ে এ দিন বাহালনগরপৌঁছন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তার পর একে একে সেখানে পৌঁছন শুভেন্দু অধিকারী, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র-সহ মুর্শিদাবাদের একাধিক তৃণমূল নেতা। মমতার মতো রাজ্যের পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারীওকাশ্মীরের হত্যাকাণ্ডেরপূর্ণাঙ্গ তদন্ত দাবি করেন।শুভেন্দু এ দিন মৃত পাঁচ শ্রমিকের বাড়িতেও যান। তাঁদের পরিবারের সঙ্গে কথা বলেন। রাজ্য সরকারের তরফে ওই পরিবার প্রতিসাহায্যের জন্য ৫ লাখ টাকার চেক দেওয়া হয়।আহত জহিরুদ্দিনের বাড়িতেও এ দিন যানশুভেন্দু। তাঁর স্ত্রীকে মন্ত্রী আশ্বাস দেন যে, রাজ্য সরকার জহিরুদ্দিনের চিকিৎসার সমস্ত ব্যায়ভার বহন করবে। পাশাপাশি জহিরুদ্দিনের স্ত্রীর জন্য চুক্তিভিত্তিক কাজের বন্দোবস্তও করারও আশ্বাস দেন শুভেন্দু। পরে তিনি বলেন, ‘‘সরকারি সাহায্যের পাশাপাশি নিহত এবং আহত পরিবারের হাতে মুর্শিদাবাদ জেলা তৃণমূলের সব জনপ্রতিনিধি তাঁদের এক মাসের বেতন তুলে দেবেন।’’

 

শ্রমিকদের দেহ গ্রামে পৌঁছনো মাত্র কান্নায় ভেঙে পড়েন মৃতদের আত্মীয়-পরিজনেরা। গোটা গ্রাম হাজির হয় নিহতদের শেষ বারের মতো দেখতে। প্রথমে দেহগুলি বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরে গ্রামের একটি মাঠে কফিনবন্দি দেহগুলি রাখা হয়। গোটা গ্রামে এ দিন কারও বাড়িতেই রান্না হয়নি। গ্রামের মসজিদ কমিটির উদ্যোগে সিকন্দর শেখের বাড়িতে সকলের খাওয়াদাওয়ার আয়োজন করা হয়েছে। সে জন্য গ্রাম থেকে বাড়ি প্রতি সংগ্রহ করা হয়েছে এক কিলো চাল এবং ১০০ টাকা।বৃহস্পতিবার বিকেলেই শেষকৃত্য হবে সবার। গোটা গ্রাম এবং আশে পাশের কয়েক হাজার মানুষ ওই শেষযাত্রায় যোগ দিয়েছেন।


Find out more: