রাজ্যপাল পর্যটক নয় তার  সংবিধানিক ক্ষমতা আছে শুক্রবার সড়ক পথে মালদা  যাওয়ার পথে বর্ধমান সার্কিট হাউসে কিছু সময়ের জন্য বিশ্রাম করতে আসেন রাজ্যপাল জগদীপ ধনকড় ।
সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়ার সময় তিনি রাজ্য সরকারে বিভিন্ন কাজ নিয়ে তার ক্ষোভ উগরে দেন । তিনি বলেন , রাজ্যপাল এক সংবিধানিক পদ তাকে বলা হচ্ছে পর্যটক  একই সাথে বলা রাজ্যপাল তার অধিকারের সীমানা লংঘন করেছেন।’ এই ব্যাপারে রাজ্য সরকারের পক্ষ থেকে রাজভবনে কোন পত্র আসেনি এলে অবশ্যই  চিন্তা করবেন বলে জানিয়েছেন রাজ্যপাল ।
 রাজ্যপাল বলেন , প্রশাসনিক অসুবিধার কথা বলে তাকে হেলিকপ্টার দেওয়া হচ্ছে না ।  তবে হেলিকপ্টারে যেতে পারছেন না তাতে তার কোনো অসুবিধাও হচ্ছে না।তিনি আরও বলেন , প্রয়োজনে তিনি  ১০০০ কিলোমিটার যাতায়াত করতে পারেন।   সিঙ্গুর প্রসঙ্গে তিনি বলেন, আমি হঠাৎ সিঙ্গুরে যাননি প্রশাসনিক স্তরে জানিয়েই গিয়েছিলাম । তিনি বুঝতে চেয়েছিলেন এত আলোচনা কেন? শুধু সিঙ্গুর নয় তিনি নন্দিগ্রাম নিয়েও কথা বলেন । তিনি বলেন সমস্যাটা হচ্ছে কোনও কিছু গোপন করতে গেলে মানুষের কৌতুহল সে ব্যাপারে আরো বেশি বেড়ে যায়।
হঠাৎ কোথাও গেলে সেখানকার সম্যক অবস্থাটা জানা যায়।রাজ্য আড়াই বছর ধরে রাজ্যে কলেজ-বিশ্ববিদ্যালয়  ভোট হচ্ছে না এই বিষয়ে তিনি উষ্মা প্রকাশ বলেন ভোট অবশ্যই হওয়া উচিত।তবে বিশ্ববিদ্যায়ে রাজনীতি করা উচিত না বা সেটা ক্ষমতা দেখানোর জায়গা না । বিশ্ব বিদ্যালয় স্বশাসিত সংস্থা রাজ্যপাল কে কিছুটা ক্ষমতা দেওয়া আছে তার থেকেও কম ক্ষমতা দেওয়া আছে আছে রাজ্য সরকারের । আমাদের কার ক্ষমতা বেশী সেটা জাহীর না করে শিক্ষার মান উন্নয়নে কাজ করা উচিত ।


Find out more: