মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠকের নীতির কি পরিবর্তন হল । এতদিন কোনো বৈঠকে নাকি বিরোধী দলের সাংসদ –বিধায়কদের ডাকা হত না বলে অভিযোগ । বিগত আট বছর তৃণমূল সরকারের আমলে এটাই ছিল রীতি । এবার সেই রীতির বদল হয়েছে ! মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে রীতিমত ডাক পাচ্ছে সিপিএম-কংগ্রেস বিধায়করা । তবে সাংসদ অধীর চৌধুরি ডাক পাবেন এটা হয়তো কেউ বিশ্বাস করতেই পারবেন না। কিন্ত তিনি ডাক পেয়েছেন । আজ মুর্শিদাবাদে যে প্রশাসনিক বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায় করলেন সেই বৈঠকে এবার লোকসভায় কংগ্রেসের দলনেতা তথা বহরমপুরের সাংসদ অধীর চৌধুরিকে আমন্ত্রণ জানানো হয়েছিল । 
কিন্ত সরকার আমন্ত্রণ জানালেও শেষ পর্যন্ত অধীর চৌধুরি আজ উপস্থিত হতে পারেননি । কারণ তিনি দিল্লিতে সংসদ অধিবেশন থাকায় সেখানে ব্যস্ত ছিলেন ।বুধবার বহরমপুরের রবীন্দ্র সদনে মুখ্যমন্ত্রীর জেলা প্রশাসনিক পর্যালোচনা বৈঠক ছিল৷ সেই বৈঠকে অধীর চৌধুরীকে ডাকা হয়।মুর্শিদাবাদ জেলার জেলা শাসকের তরফে বুধবারের প্রশাসনিক বৈঠকে আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠানো হয়েছিল কংগ্রেস সাংসদকে। তবে রাজ্য প্রশাসনের তরফে ডাকা হলেও সেখানে উপস্থিত থাকতে পারবেন না বলে জানিয়ে দিলেন কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরী। সেই চিঠির উত্তরে অধীর চৌধুরীও পাল্টা চিঠি পাঠিয়ে জানিয়ে দিয়েছেন তাঁর পক্ষে বুধবার বহরমপুরে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে উপস্থিত থাকা সম্ভব নয়। অধীর লিখেছেন, “সংসদ চলছে ফলে ব্যস্ততার কারণে দিল্লিতে থাকায় বৈঠকে উপস্থিত থাকতে পারব না।”
উল্লেখ্য , লোকসভা নির্বাচনে ফল খারাপ হওয়ার পর এবং রাজ্যে বিজেপির উত্থান হওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর রাজনৈতিক কৌশলের বদল এনেছেন । এখন কংগ্রেস এবং সিপিএম গুরুত্ব পাচ্ছে শাসক দলের কাছে ।

Find out more: