কাশ্মীর প্রশাসনের কাছ থেকে সবুজ সংকেত না পেলে ইন্টারনেট পরিষেবা চালু করা সম্ভব হবে না । বুধবার রাজ্যসভায় এক প্রশ্নের উত্তরে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একথা জানিয়েছেন ।
শীতকালীন অধিবেশনে জম্মু-কাশ্মীর নিয়ে আলোচনায় আগে থেকেই তৈরি ছিলেন। তাই সভার শুরুতেই অমিত শাহের দিকে প্রশ্ন ছুড়ে দেন কংগ্রেসের গুলাম নবি আজাদ। জানতে চান, উপত্যকায় ইন্টারনেট পরিষেবা কবে থেকে চালু হবে?
জবাবে শাহ বলেন, ‘‘স্থানীয় প্রশাসন সব কিছু ঠিক আছে মনে করলে তবেই। এই মুহূর্তে সেখানে অশান্তি বাধাতে নানা রকম কাজকর্ম চালাচ্ছে পাকিস্তান। তাই নিরাপত্তার কথাটাও মাথায় রাখতে হবে। স্থানীয় প্রশাসনের কাছ থেকে ইঙ্গিত পেলেই আইনশৃঙ্খলা খতিয়ে দেখে এ নিয়ে আলোচনা হবে। তার পরই কোনও সিদ্ধান্তে পৌঁছনো যাবে।’’
ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকায় কাজে ব্যাঘাত ঘটছে বলে এত দিন অভিযোগ করে আসছিল উপত্যকার একাধিক সংবাদমাধ্যম। এ দিন তা-ও খারিজ করে দেন শাহ। তিনি বলেন, ‘‘উপত্যকায় সমস্ত খবরের কাগজ এবং টিভি চ্যানেল কাজ করছে। খবরের কাগজের বিক্রিতে কোনও ঘাটতি নেই।’’
এ দিন নাম না করে তাঁদেরও কটাক্ষ করেন শাহ। তাঁর কথায়: ‘‘অনেক নেতা বলছিলেন, শ্রীনগরের রাস্তায় নাকি রক্তগঙ্গা বইবে। কিন্তু কিছুই হয়নি। বরং স্বাভাবিকই রয়েছে কাশ্মীর। আমি খুশি যে পুলিশের গুলিতে এক জনেরও মৃত্যু হয়নি সেখানে।’’ স্থানীয় প্রশাসনের সবুজ সংকেত পেলেই কাশ্মীরে চালু হবে ইন্টারনেট পরিষেবা রাজ্যসভায় জানালেন অমিত শাহ