নাগরিকত্ব সংশোধনী বিল ওরফে ক্যাব-এর বিরোধিতায় আগামী কাল জুম্মার নামাযের পর রাজ্যজুড়ে বিক্ষোভে সামিল হবে মুসলিম সংগঠনগুলি । আগামী কাল ইসলাম ধর্মালম্বীদের কাছে পবিত্র দিন । শুক্রবার জুম্মার দিন । এই পবিত্র দিনে পশ্চিমবাংলার প্রতিটি মসজিদে জুম্মার নামাযের পর নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শিত হবে । জামাত-ই ইসলামী হিন্দের পক্ষ থেকে জানানো হয়েছে কলকাতায় তারা জুম্মার নামাযের পর বেলা ১.৩০টা নাগাদ টিপু সুলতান মসজিদের কাছে জমায়েত হবেন । সেখান থেকে বিক্ষোভ মিছিল যাবে ডেরিনা ক্রেসিং-র কাছে । এই বিক্ষোভে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে । এদিন ক্যাব বিলের প্রতিলিপি পোড়ানো হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে ।

এদিকে, জমিয়তে উলামায়ে হিন্দের পক্ষ থেকে জানানো হয়েছে ১৩ ডিসেম্বর শুক্রবার রাজ্য জুড়ে ক্যাব বিলের বিরোধিতায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে । রাজ্যের সব শাখাকে এই নির্দেশ পাঠানো হয়েছে । গতকালই কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে জমিয়তের রাজ্য সভাপতি মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরি জানিয়েছেন , ক্যাব বিল নিয়ে তারা আন্দোলন চালিয়ে যাবেন । এই আন্দোলনে সবাইকে যোগ দেওয়ার তিনি আহ্বান জানান । তিনি বলেন , জাতির সংকটের সময় সব বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংঘটিত করতে হবে ।অন্যদিকে ক্যাব বিলের বিরোধিতায় কামরুজ্জামান ও আবদুল মাতিনের নেতৃত্বে ৩৪ টি সংগঠন ঐক্যবদ্ধভাবে আন্দোলনের ডাক দিয়েছেন । আগামী ১৮ ডিসেম্বর সংখ্যালঘু দিবসের দিনে রাজভবন অভিযানের ডাক দিয়েছে ওই ৩৪ টি সংগঠন । তাদের মূল দাবি হল সংবিধান বিরোধী এই ক্যাব বিল বাতিল করতে হবে 

Find out more: