দিলীপ ঘোষকে কি বিজেপি-র রাজ্য সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে ? এমন জল্পনা অনেক দিন ধরেই রাজ্য-রাজনীতি চলছে । তারই চূড়ান্ত রূপ দিতে আগামী ৯ জানুয়ারি বিজেপির কেন্দ্রীয় নেতা ভূপেন্দ্র যাদব কলকাতায় আসছেন । ওই দিনেই ঠিক হবে বঙ্গ বিজেপির নেতৃত্বে কে থাকবেন । শোনা যাচ্ছে দিলীপ ঘোষকে এবার হয়তো রাজ্য বিজেপির সভাপতির পদ থেকে সরে যেতে হতে পারে । কারণ দিলীপের কথাবার্তায় অনেক সময় দলকে অস্বস্তিতে পড়তে হয়েছে । এজন্য আগামী ২০২১ -র বিধানসভা নির্বাচনকে সামনে রেখে একজন ভালো সংগঠকের পাশাপাশি রাজ্যের বুদ্ধিজীবী সমাজের কাছে গ্রহণযোগ্য এমন একজনকে দায়িত্ব দেওয়ার কথা ভাবছেন বিজেপির কেন্দ্রীয় নেতারা ।
তবে আজ ২০২০-র প্রথম দিনে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ যা বললেন তাতে স্পষ্ট তিনিও সংকেত পেয়েছেন ।বছরের প্রথম দিনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, ‘‘দলে পরিবর্তন হয়। জল্পনা-কল্পনা হবেই। আমাদের দলের সংবিধান আছে। সেই সংবিধান মেনেই সব হয়। প্রতি তিন বছর অন্তর নির্বাচন হয়। একটা প্রক্রিয়ার মধ্যে হয়। আমায় দল তিন বছর সময় দিয়েছিল, আমি ৪ বছর পেয়েছি। বোনাস পেয়েছি। দল যদি মনে করে আমায় দায়িত্ব দেবে, ঠিক আছে। আমার চেয়ে যোগ্য কোনও ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হবে কিনা, সেটা দল ঠিক করবে’’।
এটা ঠিক কথা যে দিলীপ ঘোষের আমলেই এই রাজ্যে বিজেপি সবচেয়ে ভাল ফল করেছে । এ প্রসঙ্গে অবশ্য নিজের কৃতিত্বের চেয়ে কর্মীদের কৃতিত্বকে বড় করে দেখছেন দিলীপ । তবে সব কিছুই পরিস্কার হয়ে যাবে আগামী বৃহস্পতিবার ৯ জানুয়ারি ওই কেন্দ্রীয় নেতা ভূপেন্দ্র যাদব কলকাতায় আসবেন , ওই দিনই দলের গঠনতন্ত্র অনুসারে রাজ্য সভাপতির নির্বাচন হবে ।