সংশোধিত নাগরিকত্ব আইন সহ একাধিক ইস্যুতে রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ, আন্দোলন চলেছে। এই প্রেক্ষাপটেই কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । তিনি কলকাতায় দুদিন থাকবেন । শনিবার মিলেনিয়াম পার্কের এক অনুষ্ঠানে তিনি যোগ দেবেন , সেখান থেকে যাবেন বেলুড় মঠে । রাতে বেলুড় মঠ থেকে ফিরে থাকবেন রাজভবনে পরের দিন সকালে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি অনুষ্ঠানে তিনি যোগ দেবেন বলে জানা গেছে ।
আর নিরাপত্তার জন্য প্রধানমন্ত্রীর কনভয় কোথা দিয়ে যাবে তা এখনও পরিস্কার নয় । শনিবার সন্ধ্যায় কলকাতা বিমানবন্দরে নামার পরেই মনে করা হচ্ছে বিক্ষোভ এড়াতে প্রধানমন্ত্রী হেলিকপ্টারে রেসকোর্সে আসতে পারেন । ওখান থেকে সড়ক পথে মিলেনিয়াম পার্ক যেতে পারেন । অন্যদিকে , মিলেনিয়াম পার্ক থেকে বেলুড় মঠ তিনি জলপথে যেতে পারেন । কারণ জলপথে গেলে রাস্তায় বিক্ষোভ দেখাতে পারবে না । যানজট এড়াতে জলপথকেই বেছে নিতে পারেন মোদী ।
তবে রবিবারের অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী সড়ক পথে বিমানবন্দরে যাবেন না বলেই জানা গেছে । রেসকোর্স থেকে বিশেষ হেলিকপ্টারে মোদী দমদম বিমানবন্দরে আসবেন । প্রধানমন্ত্রী কলকাতা সফর নিয়ে ইতিমধ্যেই এসপিজি –র পক্ষ থেকে কলকাতা পুলিশের সঙ্গে বৈঠকও করা হয়েছে । সেই মত প্রধানমন্ত্রী যাতায়াতের জন্য কয়েকটি বিকল্প পথের সন্ধান দিয়েছে কলকাতা পুলিশ । প্রধানমন্ত্রী যাতে রাজ্যে এসে কোনোভাবে বিক্ষোভের মুখে না পড়েন তার জন্যই রাজ্য প্রশাসন কোমর বেধে পথে নেমেছেন ।