নির্বাচনী প্রচারের ঘোষণায় বড় ভুল রাহুল গান্ধীর
ভুল করে বসলেন রাহুল গান্ধী৷ দিল্লি বিধানসভা নির্বাচনের প্রচারের খবর দিতে এই ভুল করেছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি৷
দিল্লিতে বিধানসভা নির্বাচন৷ ভোটপর্বের আগে সমস্ত রাজনৈতিক দলের নির্বাচনী প্রচার তুঙ্গে৷ কংগ্রেসের হয়ে রোজই প্রচারে নামছেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা বঢ়রা৷
আরও পড়ুন: সংসদে রামমন্দির নির্মাণ নিয়ে বড় ঘোষণা মোদীর
কোথায় কবে কখন প্রচার, তা ঘোষণাও করা হচ্ছে কংগ্রেসের তরফে৷ নিজের ট্যুইটার হ্যান্ডেলে প্রচারের ঘোষণা করছেন স্বয়ং রাহুল গান্ধীও৷
বুধবার তা করতে গিয়েই ভুল করেছেন ওয়েনাড়ের সাংসদ৷ এদিন বেলার দিকে একটি ট্যুইট করেন তিনি৷ লেখেন, দিল্লিতে কোথায় তিনি নির্বাচনী প্রচার করবেন৷ কোথায় দিদি প্রিয়াঙ্কার সঙ্গে ব়্যালিতে অংশগ্রহণ করবেন৷
ভুল তারিখের ছবি দেওয়া রাহুল গান্ধীর সেই ট্যুইট৷
কিন্তু সেই নির্বাচনী জনসভা ও ব়্যালির তারিখ দিতে গিয়ে ভুল করে ফেলেন রাহুল৷ ৫ ফেব্রুয়ারির বদলে তারিখ হয়ে যায় ৫ জানুয়ারি৷
ভুল তারিখ দেওয়া ছবি৷
ভুল তারিখ দেওয়া ছবি৷
ফলে সঙ্গে সঙ্গে এ নিয়ে ট্রোলিং শুরু করেন নেটিজেনরা৷ নানা রকম কটাক্ষ ধেয়ে আসতে থাকে কংগ্রেসের প্রাক্তন সভাপতির দিকে৷ যদিও পরে নিজের ভুল শুধরে নেন এই কংগ্রেস নেতা৷ ঠিক তারিখ দেওয়া ছবিটি পরে তিনি ট্যুইটারে দেন৷
ভুল শোধরানোর পর রাহুল গান্ধীর নতুন ট্যুইট৷
এদিকে সুযোগ পেয়ে রাহুলের সমালোচনা করতে ছাড়েনি বিজেপি৷ তাদের বক্তব্য, যিনি নরেন্দ্র মোদীকে টক্কর দিতে চান, তিনি কতটা পারদর্শী, তা এতেই স্পষ্ট৷ দেশের মানুষ এসব বুঝতে পেরেই কংগ্রেসকে সমর্থন করছে না৷
কংগ্রেসের তরফে এ নিয়ে অবশ্য কোনও প্রতিক্রিয়া মেলেনি৷ তবে কংগ্রেসের এক নেতার কথায়, ট্যুইট রাহুল গান্ধী নিজে করেন না৷ তাঁর টিমের তরফে করা হয়৷ ফলে এ নিয়ে তাঁকে দোষারোপ করা যায় না৷
আরও পড়ুন: কাগজ না দেখালে কাটা যাবে বেতন, নির্দেশ আয়কর বিভাগের
এই ভুল নিয়ে তাঁর সাফাই, নির্বাচনী প্রচারের ব্যস্ততার মাঝে তারিখের ভুল হয়েছে৷ পরে তা ধরা পড়তেই ঠিক করা হয়েছে৷
যদিও বিতর্ক এখানেই থামছে না৷ কারণ নেটিজেনদের কারও কারও প্রশ্ন, রাহুল গান্ধী সভাপতি না হলেও কংগ্রেসের এক নম্বর নেতা৷ মোদী বিরোধী মুখ হিসেবেও অন্যতম৷ তাঁর ট্যুইটার হ্যান্ডেল থেকে কোনও ট্যুইট করার সময় কেন তা বারবার স্ক্যান করা হবে না? এতে তো রাহুলই সকলের কাছে হাস্যস্পদ হলেন৷
আরও পড়ুন: মোদী জমানায় ৫৬৬ মুসলিম উদ্বাস্তু নাগরিকত্ব পেয়েছেন, দাবি নির্মলার