২০০৮ সালের পর এই প্রথম হাফিজ সইদকে জেলে পাঠাল পাকিস্তান৷ আইনজীবী ইমরান গিল জানিয়েছেন, নিষিদ্ধ জঙ্গি সংগঠনকে আর্থিক সাহায্য ও বেআইনি সম্পত্তি রাখার অপরাধে হাফিজ সইদকে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে৷
মুম্বই হামলায় মূলচক্রী হাফিজ সইদকে ৫ বছরের কারাদণ্ড দিল পাকিস্তানের আদালত৷ হাফিজ সইদের বিরুদ্ধে অভিযোগ, জঙ্গি কার্যকলাপে অর্থ সাহায্য করেছে৷ জামাত উদ দাওয়া সংগঠনের প্রধান হাফিজ সইদের চক্রান্তেরই ২০০৮ সালে মুম্বইয়ে হামলা হয়েছিল, মৃত্যু হয়েছিল ১৬৬ জনের৷
২০০৮ সালের পর এই প্রথম হাফিজ সইদকে জেলে পাঠাল পাকিস্তান৷ আইনজীবী ইমরান গিল জানিয়েছেন, নিষিদ্ধ জঙ্গি সংগঠনকে আর্থিক সাহায্য ও বেআইনি সম্পত্তি রাখার অপরাধে হাফিজ সইদকে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে৷
জঙ্গি কার্যকলাপের জন্য পাকিস্তানকে কালো তালিকা বা ধূসর তালিকায় রাখা হবে কিনা, তা নিয়ে প্যারিসে দু দিন পরেই সিদ্ধান্ত নেবে ফাইনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স৷ পাক সংবাদপত্র ডন-এর রিপোর্ট অনুযায়ী, দুটি পৃথক মামলায় পাকিস্তানি মুদ্রায় ১৫ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে জঙ্গিনেতাকে৷
তার বিরুদ্ধে যে ৬টি জঙ্গি কার্যকলাপে অর্থ সাহায্যের মামলা রয়েছে, তা একসঙ্গে করে শুনানি হোক৷ গত মঙ্গলবার লাহোরের সন্ত্রাস-বিরোধী আদালত হাফিজের সেই আবেদন মেনে নেয়৷ একই সঙ্গে মামলাগুলির দ্রুত শুনানিরও আবেদন জানায় সে৷
হাফিজ সইদ ছাড়াও জঙ্গি কার্যকলাপে অর্থসাহায্যের অভিযোগ ছিল জাফর ইকবাল, ইয়াহা আজিজ, আব্দুল রহমান মিক্কির বিরুদ্ধে৷ হাফিজের বিরুদ্ধে জঙ্গি কার্যকলাপের অভিযোগে ২৩টি এফআইআর দায়ের করা হয়েছিল৷