পুরভোটের আগে যে ভাবে রাতারাতি প্রাক্তন মেয়রের ছবি এবং বিজেপির প্রতীক সম্বলিত ব্যানার গোটা দক্ষিণ কলকাতায় ছেয়ে গিয়েছে, তাতে কলকাতার রাজনীতি আচমকা জমজমাট। বিজেপিতে গেলেও বেহালা পূর্বের বিধায়ক তথা শহরের প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় পুরভোটের লড়াই থেকে দূরেই থারবেন— এমন একটা ধারণা তৈরি হয়েছিল রাজনৈতিক শিবিরে। কিন্তু বৃহস্পতিবার রাতে শ’দেড়েক ব্যানার গোটা দক্ষিণ কলকাতায় ছড়িয়ে পড়তেই জোরদার জল্পনা শুরু হয়েছে শোভনকে ঘিরে।

 

 

টানা ১০ বছর কলকাতা পুরসভা তৃণমূলের দখলে। এই সময়ের মধ্যেই কলকাতার পুর পরিষেবার আধুনিকীকরণ ঘটানোর নানা কাজ হয়েছে। জঞ্জাল অপসারণ থেকে নিকাশি সংস্কার, আলো থেকে রাস্তাঘাটের হাল বদলানো, পানীয় জল সরবরাহ থেকে পুর কর আদায়ের ব্যবস্থা— অনেক কিছুই গত ১০ বছরে বদলে গিয়েছে বলে তৃণমূল দাবি করে। কিন্তু এই ১০ বছরের মধ্যে সাড়ে ৮ বছর পুরসভা যাঁর হাতে ছিল, সেই শোভন চট্টোপাধ্যায়ই এখন বিজেপিতে। তৃণমূলের মুশকিল সেখানেই।

 

 

এক ব্যানারেই সরগরম গোটা কলকাতা। যাঁকে নিয়ে ব্যানার, তিনি সক্রিয় রাজনীতি থেকে দূরে এক বছরেরও বেশি। মাঝে একবার দিল্লি গিয়ে বিজেপিতে যোগ দিয়ে এলেও রাজনীতির মাঠে-ময়দানে একেবারেই নেই। কিন্তু ‘শোভনদা এগিয়ে আসুন’ লেখা ব্যানারে দক্ষিণ কলকাতা ছেয়ে যেতেই জোরদার বাগ্‌যুদ্ধ শুরু হয়ে গিয়েছে তৃণমূল-বিজেপিতে। কলকাতার ‘বেহাল দশা’ বা ‘অসম্পূর্ণ’ কাজের তত্ত্ব নস্যাৎ করার চেষ্টা করেছেন মেয়র ফিরহাদ হাকিম । আর সে কথা শুনে মুচকি হেসে রাজ্য বিজেপির সভাপতি বলেছেন, ‘‘মেয়রের টেনশন হচ্ছে।’’

 

 

Find out more: