দিল্লিতে সিএএ বিরোধী ও সমর্থকদের মধ্যে অশান্তির আগুন এখনও কমেনি । ১৪৪ ধারা জারি করা সত্ত্বে কোনোভাবেই নিয়ন্ত্রন করতে পারছে অশান্তি । এখনও পর্যন্ত দিল্লিতে সংঘর্ষের ঘটনায় মৃত বেড়ে ১১ জন৷ রাজধানীর পরিস্থিতির উপর নজর রয়েছে বাংলার৷ সব পক্ষকেই শান্তি বজায় রাখার আবেদন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ দেশবাসী শান্তি চায়, কোনও অবস্থাতেই অশান্তির পরিবেশ কাম্য নয়, মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের৷সংশোধিত নাগরিকত্ব আইন ও এনআরসি ইস্যুতে ক্রমেই উত্তপ্ত হচ্ছে রাজধানী দিল্লির পরিস্থিতি৷ রবিবার থেকে দিল্লিতে একটানা চলছে বিক্ষোভ, সংঘর্ষ৷ একদিকে সিএএ ও এনআরসির বিরুদ্ধে রাস্তায় নেমে কেন্দ্র-বিরোধিতায় সোচ্চার মানুষ৷ উল্টোদিকে, আন্দোলনকারীদের দমনে মাঠে নেমেছে আর এক পক্ষও৷ লাঠি, লোহার রড নিয়ে একে অপরের উপর হামলা চালাচ্ছে উভয়পক্ষ৷
সংঘর্ষের ঘটনায় শতাধিক মানুষ আহত হয়েছেন৷ দিল্লির একাধিক হাসপাতালে ভরতি আহতরা৷ এমনকি সংঘর্ষ থামাতে গিয়ে নিহত হয়েছেন দিল্লি পুলিশের এক হেড কনস্টেবলও৷ একাধিক পুলিশকর্মী জখম হয়ে হাসপাতালে ভরতি রয়েছেন৷দিল্লির অশান্তির দিকে নজর রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের৷ ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিবদমান সব পক্ষকে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মঙ্গলবার তিনি বলেন, ‘ভারতবর্ষ শান্তির দেশ৷ সবাইকে একসঙ্গে নিয়ে চলাই দেশের পরম্পরা৷ এদেশে হিংসার কোনও স্থান নেই৷ দেশবাসী শান্তি চান৷ সবাইকে আবেদন জানাচ্ছি, শান্তি বজায় রাখুন৷’  দিল্লিতে অশান্তি : শান্তি বজায় রাখার আহ্বান মমতার

Find out more: