গত বছরই অভিনেত্রী নুসরত জাহানের নামের সাথে সংযোজিত হয়েছে সাংসদ এর তকমা। সেই কাজে দক্ষতার জন্য তিনি সম্মানিত হলেন নতুন সম্মানে। সাংসদ তথা অভিনেত্রী সম্মানিত হলেন ‘তুমি অনন্যা’ পুরস্কারে।
আন্তর্জাতিক নারী দিবসের ঠিক দু’দিন আগে জ্ঞানমঞ্চে অনুষ্ঠিত হল এই অ্যাওয়ার্ড শো। আর সেখানেই ‘এক্সেলেন্স ইন পার্লামেন্টারি অ্যাফেয়ার্স’-এর জন্য নুসরত পেলেন সেরার শিরোপা।
অ্যাওয়ার্ড পেয়ে তা হাতে নিয়ে সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করেছেন তিনি। লিখেছেন, “১৫ তম ‘তুমি অনন্যা সম্মান’ পেয়ে আমি খুশি। দেশ এবং দেশের মানুষের জন্য যাতে নিজের সেরাটা দিতে পারি।”
আসুন দেখে নিই সেই ছবি।