শেষ পর্যন্ত গুঞ্জন সত্যি হল। বুধবার আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করলেন কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। জেপি  নডডা এবং দলের শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে তাঁর আনুষ্ঠানিক যোগদান সম্পন্ন হয়।

 

সকাল থেকেই এদিন সমর্থকদের উত্তেজনা ছিল চোখে পড়ার মত। প্রথমে ঠিক ছিল দুপুর সাড়ে ১২টা নাগাদ বিজেপিতে যোগ দেবেন জ্যোতিরাদিত্য। কিন্তু পরে এই পিছিয়ে যায়। আগেই তাঁর বাসভবনে পৌঁছে গিয়েছিলেন বিজেপি নেতা জাফর ইসলাম।  দুপুর ২টো নাগাদ জ্যোতিরাদিত্যকে সঙ্গে নিয়ে বিজেপির সদর দফতরের উদ্দেশে রওনা দেন জাফর।

 

 

বিজেপিতে যোগ দিয়ে জ্যোতিরাদিত্য অভিযোগের সুরে বলেন “কংগ্রেসে থেকে মানুষের সেবা করতে পারছিলাম না।কিন্তু এই সুযোগ করে দিলেন নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং জেপি নড্ডারা। তাঁদের সকলকে ধন্যবাদ।” কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে এর পরই তাঁর মন্তব্য, “কংগ্রেস এখন আর আগের মতো নেই। বাস্তবটাকে অস্বীকার করেছেন কংগ্রেস নেতৃত্ব।”

 

 

মঙ্গলবার প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন জ্যোতিরাদিত্য। সঙ্গে ছিলেন অমিত শাহ। প্রায় পৌনে এক ঘণ্টা বৈঠকের পর সেখান থেকে বেরিয়ে দল ছাড়ার কথা ঘোষণা করেন তিনি। ইস্তফাপত্র পাঠিয়ে দেন কংগ্রেসের অন্তর্বর্তী সভাপতি সনিয়া গাঁধীর কাছে। দল থেকে ইস্তফা দেওয়ার পর কংগ্রেস পাল্টা বিবৃতি দিয়ে জানিয়ে দেয়, জ্যোতিরাদিত্যকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

 

 

 

 

 

Find out more: