ওড়িশার পারাদ্বীপ থেকে মাত্র ৩৬০ কিলোমিটার দূরে। দিঘা থেকে ৫১০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে এবং বাংলাদেশের খেপুপাড়া থেকে ৬৫০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। স্থলভাগে যখন আছড়ে পড়বে ঘূর্ণনের গতিবেগ হবে ১৫৫-১৬৫ কিলোমিটার প্রতি ঘণ্টায়। এমনকি তা ১৮৫ কিলোমিটারও ছাড়িয়ে যেতে পারে। সেই সঙ্গে হবে প্রবল জলোচ্ছ্বাস। অন্যদিকে, করোনা সংক্রমণের নিরিখে বিভিন্ন এলাকাকে তিন ভাগে ভাগ করছে রাজ্য। বুথভিত্তিক ভাবে এই ভাগ করা হয়েছে। কন্টেনমেন্ট জোনকে তিন ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত, অ্যাফেক্টেড জোন, দ্বিতীয়ত, বাফার জোন ও তৃতীয়ত ক্লিন জোন। নবান্নে সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
• খেলা চলবে, তবে জমায়েত নয়, বললেন মুখ্যমন্ত্রী।
• ২৭ মে থেকে অটো চলবে। তবে দু’জন করে যাত্রী থাকবে। ঘোষণা মুখ্যমন্ত্রীর।
• বেসরকারি বাসও চালাতে অনুরোধ করব। বেসরকারি বাসমালিকদের অনুরোধ মমতার।
• বিভিন্ন জেলার মধ্যে সরকারি বাস চালানোর ঘোষণা মুখ্যমন্ত্রীর।
• সামাজিক দূরত্ব মেনে হোটেল খুলবে, ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের।
• এক দিন অন্তর সরকারি ও বেসরকারি অফিস খোলার ঘোষণা মুখ্যমন্ত্রীর।
• ২৭ মে-র পর থেকে জোড়-বিজোড় নীতি মেনে খুলবে হকার্স মার্কেট, বললেন মমতা।
• ২১ মে থেকে সব বড় দোকান খুলবে।
• কন্টেনমেন্ট এলাকা ছাড়া সব এলাকায় বড় দোকান খুলবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
• সাধারণ মানুষকে বলব, নিজেরা নিজেদের যত্ন নিন, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। মাস্ক ব্যবহার বাধ্যতামূলক বলে জন সাধারণকে বার্তা মুখ্যমন্ত্রীর।
• করোনা সামলাতে কেন্দ্রের থেকে আমরা কিছুই পাইনি। মানুষের বিরুদ্ধে আমরা কোনও পদক্ষেপ নেব না। আর্থিক প্যাকেজ নিয়ে কেন্দ্রীয় সরকারকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের।
• রাজ্যের সামনে এই মুহূর্তে তিনটি জরুরি পরিস্থিতি তৈরি হয়েছে। প্রথম হচ্ছে করোনা। দ্বিতীয়ত পরিযায়ী শ্রমিক। তৃতীয়ত আমপান ঝড়। সাংবাদিক বৈঠকে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।