পশ্চিমবঙ্গে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গিয়েছে। নবান্নে সাংবাদিক বৈঠক করে একথা ঘোষণা করেছেন স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। ভাইরাসের সংক্রমণ শৃঙ্খল ভাঙার জন্য সপ্তাহে ২দিন করে গোটা রাজ্যে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেছে নবান্ন। চলতি সপ্তাহে বৃহস্পতিবার ও শনিবার গোটা রাজ্যে সম্পূর্ণ লকডাউন থাকবে। তিনি আরও জানিয়েছেন, রাজ্যের পক্ষ থেকে ব্যাঙ্কগুলিকে বলা হয়েছে এখন থেকে শনি ও রবিবার ব্যাঙ্ক বন্ধ রাখতে। অর্থাৎ সপ্তাহ পাঁচ দিন কাজ চলবে। ওই দিনগুলিতে সকাল ১০ টা থেকে দুপুর ২টো পর্যন্ত গ্রাহক পরিষেবা দেওয়ার জন্য ব্যাঙ্কগুলিতে অনুরোধ করা হয়েছে।
আজ নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়। সেই বৈঠক শেষে স্বরাষ্ট্রসচিব জানান, রাজ্যে কিছু গোষ্ঠী সংক্রমণের ঘটনা ঘটেছে। সেই প্রেক্ষিতেই সপ্তাহে দু’দিন সম্পূর্ণ লকডাউনের সিদ্ধান্ত। সাপ্তাহিক দু’দিনের এই লকডাউনে সমস্ত সরকারি ও বেসরকারী দফতর (প্রয়োজনীয় এবং জরুরি পরিষেবাগুলি ছাড়া) এবং বাজার বন্ধ থাকবে। সমস্ত পরিবহণ পরিষেবাও বন্ধ থাকবে। এই দু’টি সাপ্তাহিক লকডাউনের দিনে রাজ্যে কোনও ‘অপ্রয়োজনীয় কার্যকলাপের’ অনুমতি দেওয়া হবে না। সপ্তাহে দু’দিন সম্পূর্ণ লকডাউনের পাশাপাশি, ব্রড-বেস কন্টেনমেন্ট জোনগুলিতে ধারাবাহিক লকডাউন চলবে। আলাপন আজ জানিয়েছেন, রাজ্যের কোভিড-১৯ চিকিৎসাকেন্দ্রগুলিতে যথেষ্ট সংখ্যক বেড রয়েছে। কোভিড হাসপাতালের সংখ্যাও বেড়েছে। এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রসচিব, পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তদের মধ্যে ৮৭ শতাংশই উপসর্গহীন। উপসর্গহীন আক্রান্তদের হোম আইসোলেশন এবং সেফ হোমে রাখা যাবে।