করোনা আতঙ্কে এবার ২১ জুলাই ভার্চুয়ালি শহিদ দিবস পালন করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই ভার্চুয়াল সভা থেকেই হুঙ্কার ছাড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রী বলেন, বিজেপি মনে করছে তারাই গোটা দেশ শাসন করবে। এক দেশ এক পার্টি। তাহলে আর নির্বাচন কমিশন থাকার প্রয়োজন কী। দেশে রাষ্ট্রপতি শাসন জারি করে দিক না। হয়ে গেল! আর কি কি বললেন দেখে নেওয়া যাক -

• বিজেপিকে ভোট দিলে ইজ্জত কেড়ে নেয়। আস্থা রাখুন রবীন্দ্রনাথে, আস্থা রাখুন নজরুলে। আস্থা রাখুন সর্বধর্ম সমন্বয়ে। জয় হিন্দ, বন্দেমাতরম,জয় বাংলারও শুরু এই বাংলায়। এই মাটি সোনার মাটি, সোনার চেয়েও খাঁটি।

• বাংলা আবার বিশ্ব সভায় শ্রেষ্ঠ আসন লবে। বাংলা আবার বাংলা থেকে বিজেপিকে উৎখাত করবে।

• দেশটার সর্বনাশ করে দিয়েছ। সব গণতন্ত্রের মাধ্যমকে শেষ করে দিয়েছ। অধিকার কেউ কাউকে দেয় না। অধিকার ছিনিয়ে নিতে হবে। যদি কেউ কংগ্রেসে গিয়ে পড়ে থাকেন ভোটটা বিজেপিতে দেওয়ার দরকার নেই চলে আসুন তৃণমূলে।

• বাংলাকে পথ দেখিয়ে বলো গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ। জীর্ণ পুরাতন যাক ভেসে যাক, আমরা শুনেছি মা ভৈ মা ভৈ। ভাঙো লুটেরাদের, ভাঙো চক্রান্তকারীদের।

• এ বারে ৫০ লাখ মানুষকে আমি স্পর্শ করতে পেরেছি।

• একুশে জুলাই দিচ্ছে ডাক, বিজেপি বাংলা থেকে বিদায় যাক। 

• এত বড় সাহস, দিল্লির এক জন তাঁবেদার বা সুবেদার আমাকে ফোন করে বলছে, উপাচার্যদের শোকজ করবে। আমি বললাম, হাত দিয়ে দেখুন, ছাত্র আন্দোলন কাকে বলে, দেখতে পাবেন।

• কিন্তু ভুলেও যদি ওদের বিশ্বাস করো, তা হলে জীবনও যাবে, জীবিকাও যাবে।

• জনগণ সাবধান, আপনাদের করছি আহ্বান, বিজেপির সাথে আছে অনেক অনেক টাকা আর গান।

• মনে রাখবেন, ২১ মে বদলা নিয়ে বিজেপির জামানত জব্দ করে বুঝিয়ে দিতে হবে, বাইরে থেকে এসে বাংলাকে কব্জা করা যায় না।

• একটা ঘটনা ঘটলেই গাড়িগুলো জ্বালিয়ে দিচ্ছে। রাস্তায় বসে পড়ছে। যেন ওর রাস্তা। যেন দিল্লি থেকে এসে রাস্তাগুলো বানিয়ে দিয়েছে।

• কোভিড চলছে আপনারা কালা কানুন নিয়ে আসছেন। আমি জেল বন্দুক গুলি এসবে ভয় পাই না।

• ৪ হাজার টাকা ভিক্ষে দেবেন আর ৪ হাজার কোটি টাকা লুটে নেবেন। ২০১৯ এ মাত্র কটা আসন পেয়ে লম্ফঝম্প শুরু করেছে

• জনগন সাবধান, আপনাদের করছি আহ্বান, বিজেপির সঙ্গে আছে অনেক টাকা দান

• দিল্লির একজন সুবেদার বলছে ভিসিদের সাসপেন্ড করবে। হাত দিয়ে দেখুন ছাত্র বিপ্লব দেখবেন

• একুশে তৃণমূলই বাংলা শাসন করবে।

• ২১ জুলাই দিচ্ছে ডাক, বিজেপি বাংলা থেকে বিদায় যাক। ২১ পথ দেখাবে ভারতবর্ষকে।

• আমি জানি কিছু চ্যানেলকে টাকা দিয়ে তৈরি করা হয়েছে। ভালো করে রান্না করে কালিয়া বানিয়ে কয়েকটা গন্ডগোলের ঘটনা দেখায়।

• ১ কোটি ৩৬ লক্ষের কর্মসংস্থান হয়েছে ক্ষুদ্র শিল্পে। বেকারের হার ৪০ শতাংশ কমে গিয়েছে।

• শস্য বিমার টাকা দেয়। 

• বাংলায় সরকার ভেঙে দেওয়ার ষড়যন্ত্র বরদাস্ত করব না।

• টাকা দিয়ে সরকার ভাঙা হচ্ছে। কেন মধ্যপ্রদেশে, কর্ণাটকে, রাজস্থানে সরকার ভাঙা হবে।

• মনে রাখবেন গুজার বাংলা শাসন করবে না।

• বাংলার মানুষ বাংলা শাসন করবে।

• বাংলা কিন্তু বেতন কাটেনি। সবাই সময় মতো বেতন পাচ্ছেন।

• এমপি ল্যাড বন্ধ করে দিয়েছে, বেতন কাটা হচ্ছে।

• কোভিডের নাম করে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ ফ্রিজ করে দেওয়া হয়েছে।

• নির্বাচনকে বিজেপি একটা নোংরা খেলায় পরিণত করেছে। টাকা দিয়ে ভোট কেনে।

• আর বিজেপির রাজত্বে কথায় কথায় বঞ্চনা, অসম্মান, চক্রান্ত।

• সারা জীবন সিপিএমের হাতে মার খেতে খেতে আমার সারা শরীর ক্ষত বিক্ষত করে দিয়েছে।

• শান্তিতে ক’দিন কাজদ করতে পেরেছি। কেন্দ্রীয় সরকার টাকা দেয়নি। বঞ্চনা করেছে। কথায় কথায় অপমান করেছে।

• কেন্দ্র সরকার পচা চাল দেয়।

•রাজ্য সরকার যে চাল দেয় তা এখানকার কৃষকদের ফলানো।

• দিদিকে বলোতে শুনে ৬ লক্ষ মানুষের পেনশন করে দিয়েছিলাম।

• আশাকর্মীদের মাইনে বাড়ানো হয়েছে।

• দেশে বেকারের হার বেড়েছে। এখানে সেই হার কমেছে।

• গোটা দেশে সবচেয়ে বেশি স্কলারশিপ আমাদের এখানের ভাই বোনরা পান। ২ কোটি ৩৮ লাখ ছাত্রছাত্রী স্কলারশিপ পেয়েছে।

• একটি নির্বাচন হয়েছে। কয়েকটামাত্র সিট ওরা পেয়েছে। তার মধ্যেই রোজ অভিযোগ যাচ্ছে কেন্দ্র। এখানে নাকি আইন শৃঙ্খলা নেই। যান অন্য রাজ্যে দেখে আসুন।

• ২০১৯ লোকসভায় কয়েকটা সিট পেয়ে যেন সারা পৃথিবী জয় করে নিয়েছে। আয়ানায় নিজের মুখ দেখ কী চলছে ইউপিতে? পুলিসকেই খুন করে দেওয়া হচ্ছে। যে খুন করল আসামিকেও খুন করে দেওয়া হলো। যাতে এভিডেন্স না থাকে।

• রেলওয়ে টোটাল বিক্রি, কোল ইন্ডিয়া টোটাল বিক্রি, এয়ার ইন্ডিয়া টোটাল বিক্রি। কোভিডের নাম করে অনেক রাজ্যে সরকারি কর্মচারীরা মাইনে পাচ্ছেনা। একমাত্র রাজ্য আমরা ১ তারিখে টিচারদের মাইনে দি। দারিদ্র দূরীকরণে আমরা প্রথম, একশো দিনের কাজে প্রথম বাংলা। ক্ষুদ্র শিল্পে এক নম্বর বাংলা।

• থানায় গিয়ে ডায়েরি করবেন? তার আগেই খুন করে দেবে। পুলিশকেও খুন করে দিচ্ছে।

• কী চলছে উত্তরপ্রদেশে? জঙ্গলরাজ বললেও কম হবে।

• আমরা বলি বাংলায় আইনশৃঙ্খলা না থাকলে কোথায় আছে?

• একটা দিল্লির সরকার, চক্রান্তের জোতদার বলছে, বাংলায় নাকি আইনশৃঙ্খলা নেই।

• কয়েকটা সিট পেয়ে যেন সারা পৃথিবী জয় করে নিয়েছে। গুন্ডামি করা, হি্ংসা করা, দাঙ্গা করা, চক্রান্ত করা।

• প্রতিদিন ১৩ হাজার কোভিড টেস্ট। মৃত্যু হার ২.৫৬ আছে, আমরা কমিয়ে ফেলব। ৮৭ শতাংশ রোগী উপসর্গহীন। ৫ শতাংশ সিরিয়াস, ৮ শতাংশ মডারেট। ডিসচার্জ রেট ৬০ শতাংশ, আমরা আরও বাড়াবো।

• বহিরাগতরা বাংলা চালাবে না, বাংলা বাংলার লোকেরা চালাবে। কেন্দ্রে ক্ষমতায় আছেন বলে কি গায়ের জোর দেখাচ্ছেন?

•এনআরসি-এনপিআরের জন্য লড়াই করেছি। আরও করব।

• ভাববেন না করোনা হয়েছে বলে এনআরসি ভুলে যাব।

• বহিরাগতরা বাংলা চালাবে না, বাংলা বাংলার লোকেরা চালাবে। কেন্দ্রে ক্ষমতায় আছেন বলে কি গায়ের জোর দেখাচ্ছেন?

• আমি হিন্দু ঘরের মেয়ে কিন্তু পাঞ্জাবীরা আমাদের অংশ, জৈনরা আমাদের অংশ।

• উদ্বাস্তুরা আমাদের গর্ব। 

• কোনও মানুষ দেশে কথা বলতে পারেনা।

• বলুন তো আমপানে বাংলা কি তার প্রাপ্য পেয়েছে?

• পরিযায়ী শ্রমিকদের সব ট্রেনের খরচা দিয়েছি।

• বাংলা একাধিক রাজ্যের সীমানায় অবস্থিত। তাই মানুষের চলাচলও বেশি। তাই মানুষ আসার সঙ্গে রোগও আসছে।

• কোভিড একটু বেড়েছে ভয় পাওয়ার কোনও কারণ নেই।

• কোভিড একটু বেড়েছে। কিন্তু চিন্তা করার কিছু নেই।

• দিল্লি একটা ছোট্ট জায়গা। কলকাতার মতো। গুজরাত, ওড়িশা বাংলার অর্ধেক। অন্য রাজ্যের সঙ্গে বাংলার তুলনা হয় না। উত্তরপ্রদেশ বড় রাজ্য, তার পরেই কিন্তু বাংলা। মনে রাখবেন।

• বহিরাগতরা বাংলা চালাবে না।

• কেন্দ্রে ক্ষমতায় আছে বলে গায়ের জোর? কখনও বলছে এনকাউন্টার করো, কখনও বলছে হিংসা করো, আপনাদের রাজনৈতিক জন্ম কোথায়?

• প্রধানমন্ত্রী এলেন এক ঘণ্টার জন্য দয়া করে। এক হাজার কোটি টাকা দিলেন, আমরা সঙ্গে সঙ্গে সে টাকা খরচ করে দিয়েছি।

• আমফান হল, বিজেপির কী নাচানাচি বাপরে!

• ভাববেন না যে, কোভিড চলছে বলে এনসিআর ভুলে যাব।

• আমরা ভুলে যাইনি দিল্লির লড়াই।

• আমরা ভুলে যাইনি এনসিআর-এর লড়াই।

• ১০ কোটি মানুষকে ফ্রিতে রেশন দেওয়া হচ্ছে। আমাদের সরকার থাকলে সারা জীবন ফ্রি-তে রেশন পাবেন।

• যাঁরা আমপানে প্রকৃত ক্ষতিগ্রস্ত, তাঁরা ক্ষতিপূরণ পাবেন।

• আমপান ক্ষতিগ্রস্তদের জন্য প্রায় সাড়ে ৬ হাজার ক্ষতি ছাড়া হয়েছে।

• দেশের সমস্ত শহিদকে স্মরণ করছি।

• দেশে ভয়ে অনেকে কথা বলতে পারছেন না। 

• আগামী বছরে আরও বড় সভা হবে।

• ধর্মতলায় সভা করতে পারলাম না। আমরা ব্যথিত।

Find out more: