ফ্রান্স থেকে প্রায় সাত হাজার কিলোমিটারের যাত্রা। গুজরাতের জামনগরে ভারতের আকাশপথে ঢুকতেই পাঁচ রাফাল-এর দু’দিকে ‘এসকর্ট’ হিসেবে চলে এল এক জোড়া সুখোই-৩০। অম্বালায় এয়ারফোর্স স্টেশনে তখন সাজো সাজো রব। স্বাগত জানাতে, ছবি তুলতে বাকি সব যুদ্ধবিমান অম্বালার আকাশে। প্রতীক্ষা, কখন আকাশে গর্জন শোনা যাবে! বেলা তিনটের পরে একে একে পাঁচ ‘সোনালি তির’ মাটি ছুঁতে ‘ওয়াটার স্যালুট’-এ স্বাগত জানাল অম্বালা। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ ঘোষণা করলেন, ‘বার্ডস হ্যাভ ল্যান্ডেড’। দু’টি দুই আসনের প্রশিক্ষণের বিমান। তিনটি এক আসনের যুদ্ধবিমান। পাঁচটি ফরাসি রাফাল যুদ্ধবিমান অবশেষে ভারতে। বায়ুসেনার জরাগ্রস্ত যুদ্ধবিমান, মিগ-এর মতো ‘উড়ন্ত কফিন’-এর কালো অধ্যায়ের পরে ভারতের আকাশে নতুন যুগের শুরু। অন্তত তেমনটাই দাবি মোদী সরকারের। এমন নয় আগামিকাল থেকেই রাফাল ভারতের হয়ে যুদ্ধে নেমে পড়তে তৈরি। বায়ুসেনায় এই পাঁচ রাফালের আনুষ্ঠানিক অন্তর্ভুক্তি হবে অগস্টে। স্বাধীনতা দিবসের পরে। সূত্রের খবর, সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাজির থাকবেন।
Find out more: