দেশের দশ রাজ্য করোনাকে পরাস্ত করতে পারলে করোনামুক্ত হবে দেশ। কোভিড নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বললেন প্রধানমন্ত্রী মোদী। তবে তাঁর বক্তব্যে যে বিষয়টিতে তিনি জোর দিয়েছেন সেটি হল বাংলা সহ দেশের পাঁচ রাজ্যকে করোনা টেস্টের সংখ্যা আরও বাড়াতে হবে। বার বার অনুরোধ জানানো সত্ত্বেও বকেয়া মেটাচ্ছে না কেন্দ্র। অন্যদিকে, করোনা পরিস্থিতিতে খরচ বেড়েই চলেছে রাজ্য সরকারের। গত কয়েক মাসে একাধিক বার এমন অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বার করোনা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকেও বকেয়া মেটানোর দাবি জানালেন তিনি। মমতা জানান, জিএসটি ক্ষতিপূরণ এবং বকেয়া বাবদ রাজ্যের মোটা অঙ্কের পাওনা বাকি রেখেছে কেন্দ্র। করোনা পরিস্থিতিতে তা মিটিয়ে দেওয়া হোক। দেশের যে ১০ রাজ্যে করোনার প্রকোপ সবচেয়ে বেশি, সেগুলির মুখ্যমন্ত্রীদের নিয়ে মঙ্গলবার বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে তাতে শামিল হন মমতা বন্দ্যোপাধ্যায়ও। সেখানে তিনি জানান, জিএসটি ক্ষতিপূরণ বাবদ চার হাজার ১৩৫ কোটি টাকা এবং অন্যান্য বকেয়া বাবদ রাজ্যের ৫৩ হাজার কোটি টাকা বাকি রেখেছে কেন্দ্রীয় সরকার। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে অন্তত তা মিটিয়ে দেওয়া হোক।
Find out more: