‘সনিয়া, আপনি সভানেত্রীর পদ ছেড়ে যাবেন না’ এবং ‘রাহুল, ফের সভাপতির দায়িত্ব নিন’— এই স্লোগান তুলে সনিয়া ও রাহুল গাঁধীর নেতৃত্বেই আস্থা জানাল কংগ্রেসের ওয়ার্কিং কমিটি। এক দিকে মনমোহন সিংহ, এ কে অ্যান্টনির নেতৃত্বে প্রবীণ নেতারা সনিয়াকেই আপাতত সভানেত্রীর পদে থেকে যাওয়ার অনুরোধ জানালেন। অন্য দিকে কংগ্রেস-শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা থেকে আহমেদ পটেল পর্যন্ত ওয়ার্কিং কমিটির প্রায় সকলে রাহুলকে ফের কংগ্রেস সভাপতির দায়িত্ব নেওয়ার আর্জি জানালেন। গাঁধী পরিবারের বাইরের কারও সভাপতি হওয়ার সম্ভাবনা খারিজ করে দিয়ে তাঁরা বললেন, রাহুল দায়িত্ব নিয়ে নিজের মতো সংগঠন সাজিয়ে নিন। যদিও বৈঠকের শুরুতেই এদিন সোনিয়া জানিয়ে দেন, দলের সভাপতির দায়িত্ব তাঁর পক্ষে আর পালন করা সম্ভব নয়। নতুন নেতা খুঁজে নিক দল। তার পরেই ২৩ নেতার সোনিয়াকে লেখা চিঠির প্রসঙ্গ তোলেন। সূত্রের খবর, রাহুল অভিযোগ করেন যাঁরা সংগঠনের আমূল বদলের কথা বলছেন বা পূর্ণ সময়ের নেতার দাবি করছেন তাঁদের সঙ্গে বিজেপির যোগ আছে। এনিয়ে শুরু হয়ে যায় তরজা। টুইট করে রাহুলকে আক্রমণ করেও পরে তা প্রত্যাহার করেন কপিল সিব্বল। সূত্রের খবর, রাহুল অভিযোগ করেন যাঁরা সংগঠনের আমূল বদলের কথা বলছেন বা পূর্ণ সময়ের নেতার দাবি করছেন তাঁদের সঙ্গে বিজেপির যোগ আছে। এনিয়ে শুরু হয়ে যায় তরজা। টুইট করে রাহুলকে আক্রমণ করেও পরে তা প্রত্যাহার করেন কপিল সিব্বল।
Find out more: