২০ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে রাজ্যের সমস্ত স্কুল-কলেজ, জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে সাপ্তাহিক লকডাউন। ৭, ১১, ১২ সেপ্টেম্বর রাজ্যে সম্পূর্ণ লকডাউন। এ দিন তিনি বলেন, বিধি মেনে, সামাজিক দূরত্ব মেনে যদি কলকাতা এবং সংলগ্ন এলাকায় মেট্রো এবং শহরতলির ট্রেন চালানো হয় তবে রাজ্যের কোনও আপত্তি নেই। তবে এক সঙ্গে সব নয়। ধাপে ধাপে চালাতে হবে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এ দিন ছ’টি শহর থেকে বিমান চলাচলে নিষেধা়জ্ঞা শিথিল করারও নির্দেশ দেন। দিল্লি মুম্বই, পুণে, সুরাত সহ ৬টি শহর থেকে রাজ্যে বিমান চলাচল নিষিদ্ধ ছিল এতদিন। সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে সপ্তাহে তিন দিন বিমান চলাচলে অনুমতি দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি বুধবার ফের বলেন, তিনি ১ সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত নিট এবং জেইই পরীক্ষার তীব্র বিরোধী। তিনি এদিন জানিয়েছেন, ফের কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করা হয়েছে। কোভিড সংক্রমণ রুখতে এখনই ওই পরীক্ষার প্রয়োজন নেই। তিনি বলেন, ‘‘জীবন দিয়ে তো পরীক্ষা নয়। বিভিন্ন রাজ্য থেকে পরীক্ষার্থীরা আসবে। সংক্রমণের আশঙ্কা রয়েছে।”
Find out more: