বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাঁর বান্দ্রার বাড়ি থেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুশান্ত সিংহ রাজপুতের বাড়ির পরিচারক থানায় ফোন করে খবর দেন। তার পরেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সেখানে তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশের দাবি, গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাঁকে। তিনি আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিক ভাবে অনুমান পুলিশের। তবে ঠিক কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনও পর্যন্ত জানা যায়নি। তদন্ত চলছে।   

অন্যদিকে, এবার কঙ্গনা রানাউতের বিরুদ্ধে মামলা দায়ের করল কর্নাটকের একটি আদালত। কৃষকদের বিরুদ্ধে আপত্তিজনক মন্তব্য করার অভিযোগেই এবার বলিউড কুইনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে কর্নাটকের তুমকুর থানা। আইনজীবী রমেশ নায়েক এরপর কঙ্গনার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন বলে খবর। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৬-র ৩ ধারায় দায়ের করা হয়েছে অভিযোগ। সম্প্রতি কৃষক বিল নিয়ে মুখ খোলেন কঙ্গনা রানাউত। কৃষক বিলের যাঁরা বিরোধিতা করছেন,তাঁদেরকে 'জঙ্গি' বলে আক্রমণ করেন কঙ্গনা।  বলিউড অভিনেত্রীর ওই মন্তব্যের পরই শুরু হয়ে যায় জোর শোরগোল। কঙ্গনার ওই মন্তব্যের জেরেই এবার তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করল কর্নাটকের ওই আদালত। যদিও কঙ্গনার তরফে এ বিষয়ে পালটা কোনও মন্তব্য করা হয়নি।  

Find out more: