বিহারের মদনদে এনডিএ। ফের ক্ষমতায় এনডিএ। নীতিশ কুমারই মুখ্যমন্ত্রী হতে চলেছে এ বিষয়ে কোনও সন্দেহ নেই। ভোটগণনার প্রবণতা অনুযায়ী এখন এনডিএ ম্যাজিক ফিগার পার করে ১২৪-এ দাঁড়িয়ে। মহাজোট ১১১। এরমধ্যেই প্রধানমন্ত্রী মোদী, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে স্বাগত জানালেন।এনডিএকে বেছে নেওয়ার জন্য বিহারের মানুষকে ধন্যবাদ জানালেন অমিত শাহ।

বিজেপির সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বি এল সন্তোষের বক্তব্য, ‘‘বিহারের বিধানসভা নির্বাচন-সহ গোটা দেশেই উপনির্বাচন হয়েছে। তা দেখিয়ে দিয়েছে, মোদী সরকার যে ভাবে অতিমারির মধ্যে গোটা দেশকে চালনা করেছে, তাতেই মানুষ সিলমোহর দিয়েছেন।’’ বিহারের জয় নরেন্দ্র মোদীর ‘কাজ’ ও ‘বিশ্বাসযোগ্যতা’র জয় বলে তাঁর মত। এই প্রতিবেদনের ছবি ট্যুইটার থেকে নেওয়া।

Find out more: