বাঁকুড়ার সভা থেকে কেন্দ্র এবং বিজেপি-র বিরুদ্ধে আক্রমণের সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। আলু-পেঁয়াজের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি থেকে এনআরসি— সোমবার একাধিক ইস্যুতে কড়া ভাষায় আক্রমণ করেছেন তৃণমূল নেত্রী। আলু, পেঁয়াজের মূল্যবৃদ্ধি নিয়ে এদিন খাতড়ার সভা থেকে সরাসরি কেন্দ্রকে কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, "এই যে জিনিসপত্রের দাম বাড়ছে, তার জন্যে কে দায়ী? আগে আলু, পটল, পেঁয়াজ রাজ্যের অধীনে ছিল। এখন দিল্লির সরকার আলুর সরকার। ওরা আপনাদের খেতে দিচ্ছে না। সব আলু নিয়ে পালিয়ে গিয়েছে।" তোপ দাগেন, "চাষিদের, দলিতদের, আদিবাসীদের, সংখ্যালঘুদের সব কেড়ে নেবে। আর ক্ষমতায় এসে বলবে, এনআরসি চাই। বাংলা থেকে বার করে দেবে।"   

প্রসঙ্গত, মমতা যখন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির জন্য নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে দায়ী করেছেন, তার ২৪ ঘন্টা পরেই তাঁর মোদীর সঙ্গেই এক আলোচনায় যোগ দেওয়ার কথা। করোনার ভ্যাকসিন নিয়ে ওই আলোচনায় যোগ দিতে মুখ্যমন্ত্রী মমতা-সহ একাধিক মুখ্যমন্ত্রীকে আহ্বান জানিয়েছেন। 

Find out more: