আগামী বিধানসভা ভোটে অবিভক্ত মেদিনীপুরের ৩৫টি আসনই দখল করবেন বলে দাবি করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার কাঁথির জনসভায় শুভেন্দু বলেছেন, ‘‘এখানে দাঁড়িয়ে বলছি, আমি শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষ মিলে অবিভক্ত মেদিনীপুরের ৩৫টি আসনই দখল করব।’’ 

অর্থাৎ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের ৩৫টি আসনই বিজেপি দখল করবে। পাশাপাশিই শুভেন্দু জানিয়েছেন, নন্দীগ্রামে আগামী ৭ জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যারে সভার পরদিনই তিনি নন্দীগ্রাম সভা করবেন। শুভেন্দুর কথায়, ‘‘৭ তারিখে নন্দীগ্রামে আসুন। ভাষণ দিন। আমি জানি আমার বিরুদ্ধে আপনি কী বলবেন। ৮ তারিখ আমি সভা করব। আপনার সব কথার উত্তর দেব।’’

Find out more: