তৃণমূল-এর বরাবরেরই অভিযোগ ‘অবাঙালি’, ‘বহিরাগত’দের এনে ক্ষমতা দখল করতে চাইছে বিজেপি। গেরুয়া শিবিরের বিরুদ্ধে অভিযোগের সার কথা, যাঁরা বাংলার মানুষকে চেনেন না, বাংলার সংস্কৃতি জানেন না, তাঁরা নীল বাড়ি দখলের লড়াইয়ে অগ্রণী ভূমিকা নিচ্ছেন। এর বিরুদ্ধে বাংলার মানুষ, বাংলার নিজস্ব সংস্কৃতিকেই হাতিয়ার করছে তৃণমূল। তৃণমূলের বিভিন্ন জনসভায় দলীয় নেতানেত্রীদের কথা থেকে তা পরিষ্কার। দলের নতুন স্লোগানেও সেই ভাবনারই চিহ্ন স্পষ্ট। অর্থাৎ এ বারের ভোটে মমতা প্রার্থী হচ্ছেন ‘বাংলার নিজের মেয়ে’ হিসাবে। নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলির স্লোগান কর্মীদের সর্বদাই উৎসাহ যোগায়। ওই স্লোগানকে কেন্দ্র করেই ‘আওয়াজ’ তোলেন কর্মীরা। তাই ভোট এলে নতুন নতুন স্লোগান তৈরি করে রাজনৈতিক দলগুলি। এর আগে তৃণমূলেরই ‘হয় এ বার নয়, নেভার’, ‘উল্টে দেখুন, পাল্টে গেছে’র মতো স্লোগান প্রবল জনপ্রিয় হয়েছে।
তৃণমূল-এর বরাবরেরই অভিযোগ ‘অবাঙালি’, ‘বহিরাগত’দের এনে ক্ষমতা দখল করতে চাইছে বিজেপি। গেরুয়া শিবিরের বিরুদ্ধে অভিযোগের সার কথা, যাঁরা বাংলার মানুষকে চেনেন না, বাংলার সংস্কৃতি জানেন না, তাঁরা নীল বাড়ি দখলের লড়াইয়ে অগ্রণী ভূমিকা নিচ্ছেন। এর বিরুদ্ধে বাংলার মানুষ, বাংলার নিজস্ব সংস্কৃতিকেই হাতিয়ার করছে তৃণমূল। তৃণমূলের বিভিন্ন জনসভায় দলীয় নেতানেত্রীদের কথা থেকে তা পরিষ্কার। দলের নতুন স্লোগানেও সেই ভাবনারই চিহ্ন স্পষ্ট। অর্থাৎ এ বারের ভোটে মমতা প্রার্থী হচ্ছেন ‘বাংলার নিজের মেয়ে’ হিসাবে। নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলির স্লোগান কর্মীদের সর্বদাই উৎসাহ যোগায়। ওই স্লোগানকে কেন্দ্র করেই ‘আওয়াজ’ তোলেন কর্মীরা। তাই ভোট এলে নতুন নতুন স্লোগান তৈরি করে রাজনৈতিক দলগুলি। এর আগে তৃণমূলেরই ‘হয় এ বার নয়, নেভার’, ‘উল্টে দেখুন, পাল্টে গেছে’র মতো স্লোগান প্রবল জনপ্রিয় হয়েছে।