রাজনীতিতে ফিল্মি তারকাদের যোগদান নতুন কিছু নয়। তবে সেই প্রবণতা অধিকাংশ ক্ষেত্রেই হয় ফিল্মি কেরিয়ারে ভাঁটার টান আসার পর। হেস্টিংসের নির্বাচনী কার্যালয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি  জে পি নাড্ডার উপস্থিতিতেই পদ্ম শিবিরে যোগ দিলেন টলিউড অভিনেত্রী পায়েল সরকার। এদিন তাঁর হাতে পতাকা তুলে দেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বিধানসভা নির্বাচনের আগে কার্যত দু ভাগে ভাগ হয়ে গিয়েছে টলিপাড়া।  একসময়ে যে দলে ভিক্টর বন্দ্যোপাধ্যায় বা জর্জ বেকার ছাড়া টলিপাড়ার প্রতিনিধি খুঁজে পাওয়াই দুস্কর ছিল, সেখানেই তারকার ঢল। রূপা গঙ্গোপাধ্যায়, অঞ্জনা বসু , অনিন্দ্য ব্যানার্জীরা আগেই ছিল। সম্প্রতি পদ্ম শিবিরে তাক লাগিয়ে দেয় যশ দাশগুপ্তকে দলে টেনে। সাংসদ অভিনেত্রী নুসরতের বন্ধু যশের বিজেপিতে যাওয়া নিয়ে কম জল্পনা হয়নি।  যশ ছাড়াও বিজেপিতে যোগ দেন পাপিয়া অধিকারী, সৌমিলি ঘোষ বিশ্বাস, সুতপা সেন, অতনু রায়, অশোক ভদ্র, মল্লিকা বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেকে।

পায়েলের মতে, রাজ্যের সংস্কৃতি, ঐতিহ্য, শিক্ষা— সব পিছিয়ে পড়েছে। সেগুলি ফিরিয়ে আনতে পারবে বিজেপি-ই। তাঁর কথায়, ‘‘বাংলার প্রত্যেকটি সমাজের মানুষের কাছে আমাদের আবেদন, বাংলার সংস্কৃতি, শিক্ষা, ঐতিহ্য ফিরে আসুক। আগের মতো আমরা সবাই আবার ভাল ভাবে থাকতে পারি। বিজেপি সেই স্বপ্নই দেখিয়েছে এবং দলের নেতারা সেই কাজটাই করছেন।’’ প্রার্থী হওয়ার ইচ্ছে আছে? প্রশ্নের জবাবে পায়েল সরাসরি বলেই দিলেন, ‘‘ইচ্ছে তো আছেই।’’ পরক্ষণেই অবশ্য কিছুটা সাবধানী, ‘‘তবে এখনও এ নিয়ে কিছু ভাবিনি। এ বিষয়ে দল সিদ্ধান্ত নেবে।’’

Find out more: